বিপিএলে এসেই মঈন আলীর হ্যাটট্রিক

১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলে এসেই মঈন আলীর হ্যাটট্রিক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চলতি বিপিএলে অংশ নিতে গত সোমবার রাতে বাংলাদেশে পা রেখেছিলেন মঈন আলী। পরদিনই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে গড়েছেন অনন্য এক কীর্তি। ব্যাট হাতে বিধ্বংসী এক ফিফটির পর বল হাতে হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই ইংলিশ অল-রাউন্ডার। তার অল-রাউন্ড নৈপুণ্যে ৭৩ রানের বড় জয় পেয়েছে কুমিল্লা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস উইল জ্যাকস। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি থেকে আসে ৮৬ রান, যেখানে লিটনের অবদান ৩১ বলে ৬০।

দলের অধিনায়ক সাজঘরে ফিরলে কুমিল্লা দ্রুত আরও দুই উইকেট হারালেও ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন জ্যাকস। চতুর্থ উইকেটে স্বদেশি মঈনকে নিয়ে ৫৩ বলে যোগ করেন ১২৮ রান। ৫০ বলে ১০ ছক্কা চারে নিজের সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে বোলারদের ওপর ঝড় তুলে ২৩ বলে ছক্কা চারে নিজের ফিফটি তুলে নেন মঈন। শেষ পর্যন্ত যৌথভাবে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৩৯ রানের দলীয় সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামকেও উড়ন্ত সূচনা এনে দেন জশ ব্রাউন তানজিদ হাসান তামিম। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার সঙ্গে ভালোই পাল্লা দেয় স্বাগতিক দলটি। কিন্তু অষ্টম ওভারে দলীয় ৮০ রানে তানজিদ (৪১) এবং পরের ওভারে দলীয় ৯০ রানে ব্রাউন (৩৬) ফিরলে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

নিজের শেষ ইনিংসের ১৭তম ওভারে চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিকটি তুলে নেন মঈন। ওভারের প্রথম বলটি ওয়াইড দিলেও ডানহাতি এই অফ-স্পিনার পরের তিন বলে শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন বিলাল খানের উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন। চট্টগ্রামের ইনিংস থামে ১৬৬ রানে। ৪টি করে উইকেট নেন মঈন রিশাদ হোসেন।

মন্তব্য করুন: