লর্ড শান্ত আজ বাংলাদেশের অধিনায়ক: সুজন
১৩ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হাসি-ঠাট্টার শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘স্যার শান্ত’ ‘লর্ড শান্ত’ ইত্যাদি নামে ডাকা হতো। সেই শান্তই এখন তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক। ব্যাট হাতে দলের অন্যতম সেরা পারফর্মার। তাই সোশ্যাল মিডিয়া কাউকে নিয়ে ট্রোল করার চেয়ে দায়িত্ববান হওয়া জরুরি বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
সবার ক্যারিয়ার একইভাবে শুরু হয় না। যেমন শান্ত তার ক্যারিয়ারের প্রারম্ভে জাতীয় দলে পারফর্ম করতে পারতেন না। তবু নির্বাচকেরা তাকে সুযোগ দিয়ে যেতেন, কারণ শান্তর মেধার ওপর তাদের আস্থা ছিল। এজন্য তৎকালীন নির্বাচকদের কম কথা শুনতে হয়নি। শান্তর পরিবার পর্যন্ত এসব লোকের দ্বারা আক্রান্ত হয়েছিল! অসহায় হয়ে পড়েছিলেন শান্ত। চরম দুঃসময় কাটিয়ে সেই শান্ত যখন পারফর্ম করতে শুরু করলেন, বন্ধ হয়ে গেল সমালোচকদের মুখ।
২০২৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম শান্ত। অধিনায়ক হিসেবে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে আর টি-টুয়েন্টি জয়ে এসেছে শান্তর নেতৃত্বেই। এরপর কিন্তু তৎকালীন নির্বাচকেরা প্রশংসা পাননি। এখন জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ লিপু। নির্বাচক হয়েছেন হান্নান সরকার। তাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্তর প্রসঙ্গ টেনে আনেন সুজন।
মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএলের অনুশীলনের ফাঁকে দুর্দান্ত ঢাকার কোচ সুজন বলেন, “লর্ড শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত ‘লর্ড’ ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়। আপনাদের (সাংবাদিক) দায়িত্বও খুব জরুরি। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে। কিন্তু লিপু ভাইর ভালো কাজের কথাও বলতে হবে। নান্নু ভাই, সুমনের অধীনে বাংলাদেশ দল অনেক সাফল্য পেয়েছে। তাদের অবদান ভুলে গেলে হবে না।”
মন্তব্য করুন: