শামার জোসেফের স্বপ্নযাত্রায় মাসসেরার স্বীকৃতি
১৩ ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই যেন স্বপ্নের মতো এক সময় কাটাচ্ছেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারি মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডেইলেড টেস্টে নিজের করা প্রথম বলেই জোসেফ পান স্টিভ স্মিথের উইকেট। এরপর অভিষেক ইনিংসেই নেন ৫ উইকেট। এরপর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তো দলকে ম্যাচ জেতান একাই। দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে টানা ১২ ওভারের এক বিধ্বংসী স্পেল করেন। সেই স্পেলে ৭ উইকেট তুলে নিয়ে ২৭ বছর পর ক্যারিবিয়ানদের অস্ট্রেলিয়ার মাটিতে অধরা টেস্ট জয় এনে দেন।
মঙ্গলবার মাসের সেরা হিসেবে জোসেফের নাম ঘোষণা করে আইসিসি। তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের ওলি পোপ।
জানুয়ারি মাসে খেলা তিন টেস্টে হ্যাজেলউড ১১ দশমিক ৬৩ গড়ে নেন ১৯ উইকেট। সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে ভূমিকাও রাখেন এই ডানহাতি পেসার। এরপর অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট।
অন্যদিকে, হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেই সেরা তিনে জায়গা করে নেন পোপ। ডানহাতি এই ব্যাটারের সেই ইনিংসে ভর করে ম্যাচে ২৮ রানে জয় পায় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা পেয়েছেন জোসেফ। আর উইন্ডিজদের সাদা বলের কোচ ড্যারেন স্যামি তো ডানহাতি এই পেসারকে জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও বিবেচনা করছেন। এছাড়াও জোসেফের এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছে পিএসএল ও আইপিএলের মতো টুর্নামেন্টেও।
মন্তব্য করুন: