নাসিরের অপকর্মের সহযোগী সাড়ে ১৭ বছর নিষিদ্ধ
১৫ ফেব্রুয়ারি ২০২৪
আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে গত মাসে বাংলাদেশের অল-রাউন্ডার নাসির হোসেনকে নিষিদ্ধ করেছিল আইসিসি। এবার সাজা পেলেন নাসিরের অপকর্মের সহযোগী রিজওয়ান জাভেদ। যুক্তরাজ্যভিত্তিক এই ক্লাব ক্রিকেটারকে ১৭ বছর ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তিনি আইসিসির দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভেঙেছেন। বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
২০২১ সালের টি-টেন আসরে এই দুর্নীতির ঘটনা ঘটে। নাসিরসহ ৮ জনকে আইফোন-১২ উপহার দিয়েছিল জুয়াড়িরা। সেই আট জনের একজন জাভেদ। গত সেপ্টেম্বরে অভিযোগ গঠনের পর জাভেদকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জাভেদ জবাব না দেওয়ায় তিনি সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে ধরে নেওয়া হয়। এরপর আইসিসির কোড অব কন্ডাক্ট কমিটির প্রধান মাইকেল জে বেলোফ শাস্তি ঘোষণা করেন।
আরও পড়ুন : সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ নাসির
জাভেদের নিষেধাজ্ঞা শুরুর সময় ধরা হয়েছে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে। জাভেদের শাস্তির ব্যাপারে আইসিসির নৈতিকতাবিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, “পেশাদার ক্রিকেট ম্যাচে বারবার এবং বড় আকারে দুর্নীতি করার চেষ্টার কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি অনুতাপ বা আমাদের খেলা রক্ষায় যে নিয়ম আছে, সেগুলোর প্রতি কোনো সম্মান দেখাননি।”
উল্লেখ্য, এর আগে একই ঘটনায় বাংলাদেশের নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
মন্তব্য করুন: