টেস্ট খেলতে না চাওয়ায় হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল
১৫ ফেব্রুয়ারি ২০২৪
হারিস রউফের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে না চাওয়ায় এই পেসারের কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, কমিটির পুঙ্খানুপুঙ্খ শুনানি শেষে সকলের মতামত বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি আগামী ৩০ জুন পর্যন্ত তাকে কোনো বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না।
কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে হারিস রউফকে দলে চেয়েছিল পাকিস্তান। রউফ শুরুতে সম্মত হলেও পরে নাকি বেঁকে বসেন। কারণ তখন তিনি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলতে চেয়েছিলেন। দেশকে উপেক্ষা করায় রউফকে বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র দিতে অনেক দেরি করে পিসিবি। রউফ না খেলায় অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ৩ ম্যাচের সিরিজে ধোলাই হয় পাকিস্তান। রউফকে নিয়ে দেশটির সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করেছিলেন।
এরই ধারাবাহিকতায় রউফের চুক্তি বাতিল করল পিসিবি। এর আগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। রউফকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তবে তিনি তদন্তকারীদের মন গলাতে পারেননি। শেষ পর্যন্ত ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি আরও জানিয়েছে, “যে কোনো খেলোয়াড়ের জন্য দেশের হয়ে খেলা সর্বোচ্চ সম্মানের। মেডিক্যাল ইস্যু বা যুক্তিসম্মত কোনো কারণ ছাড়া টেস্ট স্কোয়াডের অংশ হতে অস্বীকৃতি জানানো কেন্দ্রীয় চুক্তির শর্তের লঙ্ঘন।”
মন্তব্য করুন: