দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলকে অশ্বিন
১৬ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টেই মাইলফলকটা প্রায় স্পর্শ করেই ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে যশপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ডানহাতি এই অফ-স্পিনারকে তা পরের ম্যাচের জন্য তুলে রাখতে হয়েছিল। রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে সাদা পোশাকে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে সাজঘরে ফিরিয়ে নবম বোলার হিসেবে এই কীর্তি করেন অশ্বিন। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৩৭ বছর বয়সী এই স্পিনার ম্যাচ খেলেছেন ৯৮টি। এই তালিকায় সবার উপরে আছেন মুত্তিয়া মুরালিধরন। ৫০০ উইকেট শিকারে শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার ম্যাচ খেলেন ৮৭টি।
শুধু তাই নয়, অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন অশ্বিন। ১০৫ ম্যাচে এই কীর্তি গড়ে এতদিন মুরালিধরনের পরেই অবস্থান করছিলেন কুম্বলে। ৩২ ম্যাচে ২৯ দশমিক ৬৫ গড়ে ৬১৯ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন এই লেগ-স্পিনার।
এখন পর্যন্ত ৫০০ উইকেট শিকারে অশ্বিন সবচেয়ে বেশি ১১৪ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপরের অবস্থানেই আছে ইংল্যান্ড, যা চলতি সিরিজ শেষ আরও বাড়বে বলে আশা করা যায়। ক্রলির উইকেটটি ছিল দেশটির বিপক্ষে তার ৯৮তম শিকার। বাংলাদেশের বিপক্ষে অশ্বিনের শিকার ৬ ম্যাচে ২৩ উইকেট।
মন্তব্য করুন: