দারুণ খেলেছো ভাই - সরফরাজের অভিষেক আনন্দে সঙ্গী মুশির
১৬ ফেব্রুয়ারি ২০২৪
রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে অবশেষে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সরফরাজ আহেমেদের। ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে রানের বন্যা বইলেও জাতীয় দলের হয়ে অভিষেকের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। তাই তো অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর সরফরাজসহ আবেগে ভেসে যান তার বাবা ও মা। আর দিনের খেলা শেষে বড় ভাইয়ের এই বিশেষ দিনে যোগ দিয়েছেন ভারতের হয়ে যুব বিশ্বকাপে খেলা ছোট ভাই মুশির খানও।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনই ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ। ইংলিশ বোলারদের পিটিয়ে দ্রুতগতিতে রানও তোলেন। কিন্তু দিনের শেষ ভাগে রবীন্দ্র জাদেজার ভুল ডাকে সাড়া দিতে গিয়ে ব্যক্তিগত ৬২ রানে রান-আউটে কাটা পড়েন তিনি।
দিনের খেলা শেষ হতেই সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি শতক হাঁকানো মুশিরের ভিডিও কল পান সরফরাজ। কল পেতেই সরফরাজ মুশিরের কাছে জানতে চান, তিনি ভালো খেলেছেন কি না? জবাবে মুশির উত্তর দেন, “দারুণ খেলেছো ভাই। আমার খুব ভাল লেগেছে।”
এরপর ছোট ভাইকে নিজের টেস্ট ক্যাপ দেখিয়ে অনুপ্রেরণা দিয়ে সরফরাজ বলেন, “ভবিষ্যতে তুমিও একদিন ভারতের হয়ে খেলবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপলোড করা এক ভিডিওতে সরফরাজ বলেন, “যখনই ব্যাটিং নিয়ে কোনও সমস্যায় পড়ি তখন ভাইয়ের খেলা দেখি। দু’জনের খেলার টেকনিক একই রকম। ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। আমার পরিবারের অর্ধেক এখানে (রাজকোটে), বাকি অর্ধেক মুম্বাইয়ে।”
???????? ????????!
— BCCI (@BCCI) February 15, 2024
A special phone call ? after a memorable Test Debut!#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/QcAFa5If9o
তবে সরফরাজ দারুণ খেললেও একটা সময় বেশ ঘাবড়ে যান মুশির। বড় ভাইকে বলেন, “একবার একটু চিন্তায় পড়েছিলাম। যখন তুমি জো রুটকে সুইপ মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেছিলে। ফিল্ডারের পাশ দিয়ে বলটা বেরিয়ে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি।”
মন্তব্য করুন: