মায়ের অসুস্থতার খবরে সব ফেলে ছুটলেন অশ্বিন

১৭ ফেব্রুয়ারি ২০২৪

মায়ের অসুস্থতার খবরে সব ফেলে ছুটলেন অশ্বিন

কয়েক ঘণ্টা আগেই টেস্ট ইতিহাসে পাঁচশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। চারদিক থেকে ভেসে আসছে অভিনন্দন আর প্রশংসার জোয়ার। সেই আনন্দময় দিনের শেষে রাতটা হয়ে উঠল বিষাদময়। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে খবর এলো, তার মা গুরুতর অসুস্থ। সাথে সাথেই রাজকোটের টিম হোটেল থেকে চেন্নাইয়ে রওনা দেন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে তৃতীয় টেস্টে মাঠে নেমেছে ভারত। টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে ৩৭ রান করার পর বল হাতে ইংল্যান্ডের প্রথম উইকেট শিকার করেন অশ্বিন। তার টেস্ট ক্যারিয়ারের যেটি ৫০০তম উইকেট। মুরলিধরনের পর যা দ্বিতীয় দ্রুততম এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই কীর্তি গড়েন। মায়ের অসুস্থতার কারণে চলতি টেস্টের ইংল্যান্ডের বিপক্ষে চলতি রাজকোট টেস্টের শেষ তিন দিনে তাই আর দেখা যাবে না এই স্পিনারকে।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পারিবারিক প্রয়োজনে দল ছেড়ে যেতে হয়েছে অশ্বিনকে। পরে ভারতীয় সংবাদমাধ্যমে তার মায়ের অসুস্থতার খবর আসে। বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লাও সামাজিক মাধ্যমে জানান, মায়ের অসুস্থতার কারণে চেন্নাইয়ে যেতে হচ্ছে অশ্বিনকে। অশ্বিনের জায়গায় বোলার বা ব্যাটার হিসেবে বলদি কাউকে নেওয়ার সুযোগ নেই। ভারতকে তাই একজন বোলার কম নিয়েই খেলতে হবে।

মন্তব্য করুন: