ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করেছেন ঈশান কিশান?

১৭ ফেব্রুয়ারি ২০২৪

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করেছেন ঈশান কিশান?

ভারতের তরুণ প্রতিশ্রুতিশীল ব্যাটার ঈশান কিশানের হয়েছেটা কী? একবার মানসিক অবসাদের কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিচ্ছেন, আবার বোর্ডের নির্দেশ উপক্ষা করে ঘরোয়া রঞ্জি ট্রফিতে খেলছেন না! ঈশানের এসব কাণ্ড নিয়ে ভারতের ক্রিকেটাঙ্গন এখন সরগরম। এতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

মানসিক অবসাদের কথা বলে ক্রিকেট থেকে দূরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম না করে ঈশানের জাতীয় দলে ফেরার কোনো সুযোগ নেই। তাই সম্প্রতি ভারতের প্রধান কোচ কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ তাকে প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিলেন। সেসব নির্দেশকে পাত্তাই দিলেন না ঈশান! গত শুক্রবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচ শুরু হলেও তিনি খেলেননি।

ঈশানের দাবি, তিনি এখন নিজের খেলার কিছু টেকনিক্যাল দিক শুধরে নিচ্ছেন। তাই এখনই লাল বলের ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত নন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তিনি অনুশীলনও করছেন। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রঞ্জি ট্রফিতে না খেললেও ঈশান খেলবেন ডিওয়াই পাতিল টি-টুয়েন্টি টুর্নামেন্টে! এর থেকে ধারণা করা হচ্ছে, লাল বলের ক্রিকেটকে পাত্তা না দিয়ে আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন ভারতের উইকেটকিপার।

ডিওয়াই পাতিল টি-টুয়েন্টি টুর্নামেন্টটি আয়োজন করা হয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে নিয়ে। ভারতে এটা অফিস টুর্নামেন্ট নামে পরিচিত। তবে নামে অফিস টুর্নামেন্ট হলেও অনেক ভালো ক্রিকেটারকে দেখা যায়। ঈশানও খেলবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হয়ে। জাতীয় দলে খেলার পাশাপাশি ওই প্রতিষ্ঠানি তিনি চাকরি করেন। টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেতে ঈশান এসব করছেন বলে মনে করছেন অনেকে। তবে এটা তার ক্যারিয়ারের জন্য হুমকি বয়ে এনেছে।

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় টেস্ট দলে ছিলেন ঈশান। তবে লোকেশ রাহুলের কারণে ওই সিরিজে তিনি একাদশে সুযোগ পাননি। অবশ্য প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি জানান, মানসিকভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বিসিসিআই তখন ছুটি দিতেই  ঈশান দুবাই চলে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার এই কাণ্ড বিসিসিআই সেটা ভালোভাবে নেয়নি। যে কারণে ঘরের মাঠে চলতি ইংল্যান্ড সিরিজেও তার সুযোগ হয়নি। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এই সিরিজে আছেন ধ্রুব জুড়েল।

মন্তব্য করুন: