‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েও বেঁচে গেলেন আজিঙ্কা রাহানে
১৭ ফেব্রুয়ারি ২০২৪
নিউ জিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের পর প্রায়ই ক্রিকেট দুনিয়ায় ঘটছে এমন ঘটনা। যুব বিশ্বকাপে এমন আউট করাকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-নিউ সাউথ ওয়েলস ম্যাচে ঘটে এই ঘটনা। এবার ভারতের রঞ্জি ট্রফিতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হয়েও বেঁচে গেলেন আজিঙ্কা রাহানে।
গত শুক্রবার মুম্বাইয়ে শরদ পাওয়ার স্টেডিয়ামে রঞ্জির এলিট পর্যায়ের ম্যাচে আসামের মুখোমুখি হয়েছে মুম্বাই। ম্যাচের দ্বিতীয় সেশনের শেষ ওভারে অভিষিক্ত পেসার দিবাকর জোহরির বল মিড অনে খেলে এক রান নেওয়ার চেষ্টা করেছিলেন মুম্বাই অধিনায়ক অজিঙ্কা রাহানে। ক্রিজ ছেড়ে দৌড়ে বেরিয়েও এসেছিলেন। কিন্তু ননস্ট্রাইকে থাকা শিবম দুবে তাকে ফেরত পাঠান। এদিকে ডেনিশ দাস স্টাম্প লক্ষ্য করে বল ছুড়ে মারেন, যা ক্রিজে ফিরতে মরিয়া রাহানের গায়ে গিয়ে লাগে।
আসামের খেলোয়াড়েরা সাথে সাথে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। ফিল্ড আম্পায়ারও রাহানেকে আউট ঘোষণা করেন। ভারতের হয়ে ৮৫ টেস্ট খেলা রাহানে তাঁর ১৬ বছরের পেশাদার ক্যারিয়ারে রেই প্রথম অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন। পরে অবশ্য চা বিরতির মাঝে আউটের আবেদন তুলে নিয়ে রাহানেকে ক্রিজে ফিরিয়ে আনেন আসাম অধিনায়ক ডেনিশ দাস। জানা গেছে, চা বিরতির সময় আসামের ক্রিকেটাররা ড্রেসিংরুমে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছিল।
আইসিসির আইন অনুযায়ী, ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হওয়া ব্যাটসম্যানকে মাঠে ফিরিয়ে আনতে হলে পরবর্তী ডেলিভারির আগে আবেদন তুলে নেওয়ার ব্যাপারটি আম্পায়ারকে জানাতে হবে। আসাম দল সেটাই করেছে। আম্পায়ারও তাদের আবেদন মেনে নিয়েছেন। যদিও মুম্বাইয়ের পেসার শার্দূল ঠাকুর জানিয়েছেন, আসাম আবেদন তুলে নেওয়ার পর রাহানে মাঠে ফিরতে চাননি। কারণ এটা তার কাছে নৈতিকতা পরিপন্থী মনে হয়েছে। তাছাড়া রাহানে কোনোভাবেই ফিল্ডিং বাধাগ্রস্ত করেননি বলে দাবি করেছেন শার্দুল। আসামের কোচও মুম্বাইয়ের ড্রেসিংরুমে গিয়ে রাহানের কাছে দুঃখপ্রকাশ করেছেন।
মন্তব্য করুন: