‘ডাক’ মেরে লজ্জার রেকর্ডে বেয়ারস্টো

১৭ ফেব্রুয়ারি ২০২৪

‘ডাক’ মেরে লজ্জার রেকর্ডে বেয়ারস্টো

ভারতের বিপক্ষে জনি বেয়ারস্টোর রেকর্ড কখনই ভালো নয়। চলতি ভারত সফরে এখন পর্যন্ত ৫ ইনিংসে করেছেন মাত্র ৯৮ রান! সর্বোচ্চ ৩৭। চলতি রাজকোট টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে গেছেন। এর মাধ্যমেই ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ডে নাম লেখালেন এই অভিজ্ঞ ব্যাটার।

লাল বলে ভারতের বিপক্ষে এই নিয়ে ৮ বার শূন্য রানে আউট হলেন বেয়ারস্টো। বিশ্বের আর কোনো ক্রিকেটার লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে এতবার শূন্য রানে আউট হননি। রাজকোট টেস্ট শুরুর আগে এই লজ্জার রেকর্ডে বেয়ারস্টোর সঙ্গী ছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন এবং পাকিস্তানের দানিশ কানেরিয়া। ভারতের বিপক্ষে সাতবার ডাক মেরে তারা একই কাতারে ছিলেন। যদিও লায়ন এবং কানেরিয়া কেউই স্বীকৃত ব্যাটার নন। এবার তাদের ছাড়িয়ে গেলেন বেয়ারস্টো।

শনিবার রাজকোট টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ইনিংসের ৪০তম ওভারে বেয়ারস্টো ব্যাট করতে নামেন। পরের ওভারে কুলদীপ যাদবের ঘূর্ণি বুঝে উঠতে পারেননি। তার বল অফ স্টাম্পে পড়ে ভিতর দিকে স্পিন করায় লাইন মিস্ করেন বেয়ারস্টো। সাথে সাথেই এলবিডব্লিউর জোড়ালো আবেদন হয়। আম্পায়ারও আঙুল তুলে দিতে দ্বিধা করেননি। পরে রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি বেয়ারস্টোর। ডাক মারার লজ্জা নিয়েই তাকে ফিরতে হয়। প্রথম ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়েছে ৩১৯ রানে।

মন্তব্য করুন: