জয়সোয়ালের সেঞ্চুরিতে ভারতের নিয়ন্ত্রণে রাজকোট টেস্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪
রাজকোট টেস্টের তৃতীয় দিনের খেলা যখন শুরু হয়েছিল, তখন হয়তো কেউই ভাবেনি ইংল্যান্ডের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যাবে। পারিবারিক কারণে ম্যাচ থেকে রবিচন্দ্রন অশ্বিন নিজেকে সরিয়ে নেওয়ায় স্বাগতিকদের বোলিংয়ের ধার কিছুটা হলেও কমেছিল। কিন্তু ২ উইকেটে ২০৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৯৫ রানে। আর দিনের শেষ ভাগে যশস্বী জয়সোয়ালের আগ্রাসী সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে ভারত।
মায়ের অসুস্থতার কারণে শনিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগেই পুরো ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন অশ্বিন। এই সুযোগে ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন বেন ডাকেট ও জো রুট। কিন্তু দিনের পঞ্চম ওভারেই যশপ্রীত বুমরাহর বলে রিভার্স-স্কুপ খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে রুট (১৮) দিয়ে সাজঘরে ফেরেন। পরের ওভারে কোনো রান না করে ফেরেন জনি বেয়ারস্টোও।
দ্রুত দুই উইকেট হারিয়ে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন ডাকেট। আগেরদিন ৮৮ বলে শতক হাঁকানো এই ওপেনার এদিন ১৩৯ বলে তুলে নেন ১৫০ রান। কিন্তু খানিক বাদেই কুলদীপ যাদবের বলে ১৫৩ রান করে তিনি সাজঘরের পথ ধরেন। এরপর উইকেটরক্ষক বেন ফোকসকে নিয়ে স্টোকস দলের হাল ধরার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। দলীয় ২৯৯ রানে রবীন্দ্র জাদেজার বলে স্টোকস (৪১) বিদায় নিলে পরের ৩৭ বলের মধ্যেই ৩১৯ রানে ইংলিশদের ইনিংস থামিয়ে দেয় ভারত। মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট।
১২৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ৩০ রানেই সাজঘরে ফেরেন আগের ইনিংসে শতক হাঁকানো রোহিত শর্মা। এরপরই ইংলিশদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন জয়সোয়াল ও শুভমান গিল। বোলারদের পিটিয়ে এই দুই ব্যাটার দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ বলে শতরান যোগ করেন। ইংলিশ বোলারদের দিশেহারা করে পরপর দুই ম্যাচে নিজের সেঞ্চুরি তুলে নেন ২২ বছর বয়সী জয়সোয়াল।
১২২ বলে ৯ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটারকে লড়াই করতে হয়েছে ক্র্যাম্পের সঙ্গেও। কিন্তু বেশিক্ষণ সইতে না পেরে ১০৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। শেষ দিকে শূন্য রানে রজত পাতিদার ফিরলে কুলদীপকে (৩) নিয়ে ১৯৬ রানে দিনের খেলা শেষ করেন গিল (৬৫*)। ৩২২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত।
মন্তব্য করুন: