সুজনের ঢাকার পর বিদায় নিল মাশরাফির সিলেট

১৭ ফেব্রুয়ারি ২০২৪

সুজনের ঢাকার পর বিদায় নিল মাশরাফির সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল দুর্দান্ত ঢাকা পরিচিত খালেদ মাহমুদ সুজনের দল হিসেবেই। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখন দলটির কোচ। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে ছিলেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যিনি প্রথম কয়েকটি ম্যাচ খেলেই সরে দাঁড়িয়েছেন। তবু সিলেট স্ট্রাইকার্স পরিচিত ‘মাশরাফির সিলেট’ হিসেবেই। বিপিএল থেকে আগেই বিদায় ঘটে গেছে ঢাকার। শনিবার ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হেরে সিলেটের বিদায় নিশ্চিত হয়ে গেল।

একেবারেই সাদামাটা দল গঠন করা ঢাকা তাদের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমকে দিয়েছিল। পরের ১০ ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি! বিপিএলে টানা ১০ হারের রেকর্ড আর কোনো দলের নেই। দলটির কোচ খালেদ মাহমুদ সুজনও হতাশ। ড্রেসিংরুমে নিয়মিতই তিনি খেলোয়াড়দের ওপর ক্ষোভের বিস্ফোরণ ঘটান বলে শোনা যায়। এতে দলের পারফর্ম্যান্সের কোনো উন্নতি হয়নি। বরং দিনে দিনে পারফর্ম্যান্স তলানিতে গিয়ে ঠেকেছে। লিগ পর্বে তাদের আর একটি ম্যাচ বাকি। সেই ম্যাচ থেকে তাদের পাওয়ার আর কিছুই নেই।

এদিকে শনিবার দারুণ লড়াই করেও ফরচুন বরিশালের কাছে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ফিফটি আর বিপিএলে অভিষিক্ত কাইল মেয়ার্সের ৩১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছিল বরিশাল। জবাবে সিলেট থেমে যায় ১৬৫ রানে। যদিও রান তাড়ায় দলটি ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। সপ্তম উইকেটে বেনি হাওয়েল আর আরিফুল হকের ৫২ বলে ১০৮ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কমে। আরিফুল ৩১ বলে ৫৭ আর হাওয়েল ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।

১০ ম্যাচে ৩ জয় আর ৭ পরাজয়ে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের চলতি বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৬ নম্বরে। সবার শেষে আছে দুর্দান্ত ঢাকা। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স (১৬) এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১৪)। তৃতীয় স্থানে থাকা বরিশালের পয়েন্ট ১০ ম্যাচে ১২। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে খুলনা। সমান পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে পঞ্চম স্থানে।

মন্তব্য করুন: