রাজকোট টেস্টেই দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন

১৮ ফেব্রুয়ারি ২০২৪

রাজকোট টেস্টেই দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পারিবারিক কারণে দল ছেড়েছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। সে রাতেই এই অল-রাউন্ডার রাজকোট ছেড়ে নিজ শহর চেন্নাইতে পাড়ি জমিয়েছিলেন। সে সময় দল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জানিয়েছিল, পুরো টেস্ট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন অশ্বিন। তবে সমস্যার সমাধান হওয়ায় টেস্টের চতুর্থ দিনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই অফ-স্পিনার।

শুক্রবার রাতে মায়ের অসুস্থতার খবর পেয়ে দল ছাড়ার পর পুরো তৃতীয় দিন মাঠের বাইরে ছিলেন অশ্বিন। তাকে ছাড়াই দ্বিতীয় দিনের খেলা শেষে দারুণ অবস্থানে থাকা ইংল্যান্ডকে ৩১৯ রানেই অল-আউট করে ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩২২ রানে এগিয়ে থেকে শনিবারের খেলা শেষ করে ভারত।  

রোববার বিসিসিআইয়ের পক্ষ থেকে অশ্বিনের দলে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, রবিচন্দ্রন অশ্বিন ও টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে চতুর্থ দিনই তিনি মাঠে ফিরবেন এবং দলের স্বার্থে চলমান টেস্ট ম্যাচে নিজের ভূমিকা পালন করে যাবেন। কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ায় অশ্বিন ও তার পরিবার গোপনীয়তার অনুরোধ করেছে।

অন্যদিকে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্ন বিরতির মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারেন অশ্বিন। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যতটুকু সময় মাঠের বাইরে থাকেন, সেই ম্যাচে বোলিং কিংবা ব্যাটিংয়ে নামার আগে তাকে ততক্ষণ মাঠে থাকতে হয়। তবে অশ্বিনের ব্যাপারটি বিশেষ হওয়ায় তাকে বাধা দেবেন না আম্পায়াররা। ফলে, ভারতের যখনই প্রয়োজন পড়বে এই অল-রাউন্ডারের বল বা ব্যাট হাতে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হবে না।  

রাজকোট টেস্ট ছেড়ে চলে যাওয়ার আগে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসের নবম বোলার হিসেবে তিনি এই কীর্তি গড়েন।

মন্তব্য করুন: