জয়সোয়ালের দ্বিশতকে রান পাহাড়ে ভারত
১৮ ফেব্রুয়ারি ২০২৪
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ক্র্যাম্পের কারণে ব্যক্তিগত ১০৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন যশস্বী জয়সোয়াল। চতুর্থ দিন এই ওপেনার আবার ব্যাটিংয়ে নেমে যেভাবে ঠিক আগের মতোই ইংল্যান্ড বোলারদের উপর তাণ্ডব চালিয়ে নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের পাতায়। টানা দুই ম্যাচে দ্বিশতক হাঁকিয়ে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দুটি ডাবল-সেঞ্চুরির মালিক এখন এই বাঁহাতি ব্যাটার। একই সঙ্গে ছুঁয়েছেন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও। তার বিধ্বংসী ব্যাটিংয়ে রাজকোট টেস্টে ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।
রোববার ম্যাচের চতুর্থ দিন ব্যক্তিগত ৯১ রানে শুবমান গিল রান-আউটে কাটা পড়লে মাঠে নামেন জয়সোয়াল। মাঠে নেমে বেশ ধীরস্থিরভাবেই ব্যাটিংয়ের শুরুটা করেন। কিন্তু চতুর্থ উইকেট পতনের পর সরফরাজ খান ক্রিজ আসলে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ইংলিশ বোলারদের ওপর রীতিমত ঝড় তোলেন এই দুই তরুণ ব্যাটার। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করে গড়েন ১৭২ রানের অবিচ্ছিন্ন এক জুটি। এর মাঝে নিজের অভিষিক্ত টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নেন সরফরাজ।
বাকি গল্পটা শুধুই জয়সোয়ালময়। জো রুট, রেহান আহমেদ কিংবা জেমস অ্যান্ডারসন – কোনো ইংলিশ বোলারই ছাড় পাননি ২২ বছর ৪৯ দিন বয়সী এই ব্যাটারের তাণ্ডব থেকে। ইনিংসের ৮৫তম ওভারে অভিজ্ঞ অ্যান্ডারসনের বলে হাঁকান পরপর তিন ছক্কা। রুটের বল কাভার অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে পরপর দুই ম্যাচে পৌঁছে যান দ্বিশতকের ঘরে। হয়ে যান স্বদেশি বিনোদ কাম্বলি (২১ বছর ৫৪ দিন বয়স) ও কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের (২১ বছর ৩১৮ দিন বয়স) পর তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে দুটি দ্বিশতকের মালিক। একই সঙ্গে কাম্বলি ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে টানা দুই টেস্টে ডাবল-সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েন জয়সোয়াল।
রুটের একই ওভারে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয়সোয়াল স্পর্শ করেন এক ইনিংসে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের ১২ ছক্কা হাঁকানোর রেকর্ডও। শেষ পর্যন্ত দলীয় ৪৩০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৩৬ বলে ১৪ চার ও ১২ ছক্কায় ২১৪ রানে জয়সোয়াল এবং ৭২ বলে ৬ চার ও ৩ ছক্কায় সরফরাজ অপরাজিত থাকেন ৬৮ রানে। আর প্রথম ইনিংসে ৪৪৫ রান করায় নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয়বারের মতো দুই ইনিংসেই চারশ রান করার কৃতিত্ব অর্জন করে ভারত।
মন্তব্য করুন: