ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ড ছুঁলেন জয়সোয়াল
১৮ ফেব্রুয়ারি ২০২৪
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি এতদিন ওয়াসিম আকরামের দখলে ছিল। পাকিস্তানের ‘সুলতান অব সুইং’ ২৭ বছর ধরে এই রেকর্ডের মালিক ছিলেন। চলতি রাজকোট টেস্টে তার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল। আরেকটি ছক্কা মারলেই নতুন বিশ্বরেকর্ড হতো। তবে তার আগেই ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের চতুর্থ দিনে ২১৪ রানের অসাধারণ ইনিংসের পথে জয়সোয়াল এক ডজন ছক্কা মারেন। ১৯৯৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২৫৭ রানের ঐতিহাসিক সেই ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন আট নম্বরে ব্যাটিংয়ে নামা আকরাম। এরপর বিধ্বংসী ব্যাটার দেখেছে ক্রিকেটবিশ্ব। তবে কেউই আকরামের রেকর্ড ছুঁতে পারেননি। যা করে দেখালেন ২২ বছর বয়সী ভারতের এই বিস্ময়বালক।
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন জয়সোয়াল। ১২২ বলে তিন অংক ছুঁয়েছিলেন। দেড়শ করার পর জেমস অ্যান্ডারসনকে টানা তিনটি ছক্কা মারেন এই তরুণ। ইংল্যান্ডের এই পেস মহাতারকার ১৮৫ ম্যাচের ক্যারিয়ারে কোনো ব্যাটারই তাকে টানা তিন ছক্কা মারতে পারেননি। ২৩১ বলে তিনি ডাবল সেঞ্চুরি পূরণ করেন। এরপরও জো রুটকে টানা দুটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত তিনি ২৩৬ বলে ১৪ চার ১২ ছক্কায় ২১৪ রানে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন: