ভারতের রেকর্ড জয়ে দিশেহারা ‘বাজবল’

১৮ ফেব্রুয়ারি ২০২৪

ভারতের রেকর্ড জয়ে দিশেহারা ‘বাজবল’

ভারতের সামনে অবশেষে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট। সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট কিংবা বল কোনোটাতেই স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের রেকর্ড দ্বিশতকের পর রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে মাত্র ৪০ ওভারেই গুটিয়ে যায় সফরকারীরা। আর এতেই নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। রানের ব্যবধানে টেস্ট ক্রিকেট ইতিহাসে অষ্টম সর্বোচ্চ জয় এটি।

রোববার রাজকোটে বেশ ভালো এক সংবাদ নিয়েই চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। পারিবারিক কারণে দ্বিতীয় দিনের খেলা শেষে রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেও মধ্যাহ্ন বিরতির মাঝেই আবারও দলের সঙ্গে দেন। তবে ম্যাচের বাকি অংশে অভিজ্ঞ এই স্পিনারের সহায়তা ভারতের খুব একটা দরকার পড়েনি। কেননা, দিনের পুরো আলো একাই নিজের দিকে টেনে নেন জয়সোয়াল।

দিনের ১৩তম ওভারে ৯১ রান করে শুবমান গিল সাজঘরে ফিরলে মাঠে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া জয়সোয়াল। এরপর চতুর্থ উইকেটে অভিষিক্ত সরফরাজ খান ক্রিজে আসলে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। ২৩১ বলে ১৪ চার ও ১০ ছক্কায় টানা দুই টেস্টে দ্বিশতক তুলে নেন তিনি। স্বদেশি বিনোদ কাম্বলি ও কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে দুটি ডাবল-সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন জয়সোয়াল।

থেমে থাকেনি অপর প্রান্তে থাকা সরফরাজের ব্যাটও। বোলারদের উপর ঝড় তুলে নিজের অভিষিক্ত ম্যাচের দুই ইনিংসেই ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৫৫৬ রানে এগিয়ে থেকে দলীয় ৪৩০ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। টেস্টের এক ইনিংসে পাকিস্তানের ওয়াসিম আকরামের সমান রেকর্ড ১২টি ছক্কা হাঁকিয়ে জয়সোয়াল অপরাজিত থাকেন ২১৪ রানে। 

৫৫৭ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিরিজজুড়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকা ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের তোপের মুখে ৫০ রানেই ৭ উইকেট হারায় তারা। এই ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ ৩২ রানের জুটিটি আসে অষ্টম উইকেটে। মার্ক উডের ইনিংস সেরা ১৫ বলে ৩৩ রানের ক্যামিওটি থামলে ৩৯ ওভার ৪ বলে ১২২ রানে অল-আউট হয় ইংল্যান্ড। জাদেজার শিকার ৫ উইকেট। এতদিন নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের জয়টি ছিল ভারতের সর্বোচ্চ।

এর আগে প্রথম ইনিংসে রোহিত ও ম্যাচসেরা জাদেজার জোড়া শতক ৪৪৫ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। অন্যদিকে, বেন ডাকেটের বিধ্বংসী শতকে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়েছিল ইংলিশরা। কিন্তু তৃতীয় দিনের শুরুতে এক পাগলাটে শটে জো রুট নিজের উইকেট বিলিয়ে দেওয়ার পর সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ২ উইকেটে ২০৭ রানে দিনের খেলা শুরু করলেও তাদের ইনিংস থামে ৩১৯ রানে।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ – এ এগিয়ে গেল ভারত। আগামী শুক্রবার রাঁচিতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

মন্তব্য করুন: