নান্নু-বাশারের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে বিসিবিতে?

১৮ ফেব্রুয়ারি ২০২৪

নান্নু-বাশারের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে বিসিবিতে?

প্রায় ৮ বছরের বেশি সময় পর জাতীয় ক্রিকেট দলে মিনহাজুল আবেদিন নান্নু যুগের অবসান হয়েছে। বিদায় ঘটেছে নির্বাচক হাবিবুল বাশার সুমনেরও। গত ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড সভায় তাদের মেয়াদ বৃদ্ধি না করার সিদ্ধান্ত হয়। নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ লিপু আর নির্বাচক হান্নান সরকার। এরপর থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে প্রশ্ন উঠেছে, নান্নু-বাশারের কী হবে?

সেদিনের বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলেছিলেন যে, নান্নু-বাশারকে বিসিবির অন্য দায়িত্ব দেওয়া হবে। প্রধান নির্বাচক এবং নির্বাচক থাকাকালে তারা যে বেতন-ভাতা পেতেন, সেটাই বহাল রাখা হবে। সর্বশেষ বেতন কাঠামোতে নান্নুর মাসিক বেতন ছিল দেড় লাখ টাকা। হাবিবুল বাশার পেতেন সোয়া লাখ টাকার মতো। নতুন দায়িত্বে তারা একইরকম বেতন পাবেন। কিন্তু কী হবে তাদের দায়িত্ব?

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নান্নু এবং বাশারের জন্য নতুন পদ সৃষ্টির কথা ভাবছে বিসিবি। নান্নুকে বিসিবির টুর্নামেন্ট কমিটিতে যুক্ত করা হবে। আর বাশারকে নেওয়া হবে নারী ক্রিকেট উইংয়ে। তবে তাদের পদ এবং কাজের পরিধি এখনো নির্ধারিত হয়নি। টুর্নামেন্ট কমিটি এবং নারী উইংয়ে দুটি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

২০১১ সালে নির্বাচক কমিটিতে আসেন নান্নু। তখন আকরাম খানের অধীনে কমিটির সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালে তাকে করা হয় প্রধান নির্বাচক, তার সঙ্গে যোগ দেন হাবিবুল। এই জুটি প্রায় আট বছর দায়িত্ব পালন করছে। তাদের আমলে বাংলাদেশের ক্রিকেট দারুণ সব সাফল্য পেয়েছে। তবে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় পড়েছে নান্নু-বাশারদের ওপরও। হজম করতে হয়েছে তীব্র সমালোচনা।

মন্তব্য করুন: