মায়ের রান্না খেয়ে ভারতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঈশান

১৮ ফেব্রুয়ারি ২০২৪

মায়ের রান্না খেয়ে ভারতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঈশান

মানসিক অবসাদের কারণ দেখিয়ে গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ভারত দলের বাইরে আছেন ঈশান কিশান। দুই মাসের লম্বা বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছেন এই উদীয়মান উইকেটকিপার-ব্যাটার। যার জন্য গত ছয় সপ্তাহ ধরে অনুশীলনও করছেন। ফিরে আসার এই অভিযানে তার পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। আর তিন বেলা খাচ্ছেন মায়ের হাতের রান্না।

আফগানিস্তানের বিপক্ষে গত মাসে শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজে ঈশানের না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অনেকেই মনে করেন, শৃঙ্খলাজনিত কারণেই বাঁহাতি এই ব্যাটারকে দলে নেয়নি নির্বাচকরা। তবে তার কাছের মানুষদের মতে জাতীয় দলের সঙ্গে অতিরিক্ত যাত্রা এবং বিশ্বকাপের শিরোপা জিততে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন ঈশান। কিন্তু ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ।

আরও পড়ুন: ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করেছেন ঈশান কিশান?

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ঈশানের ঘনিষ্ঠ একজন। নাম না প্রকাশ করা শর্তে তিনি জানান, গুজরাটের ভাদোদারাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সঙ্গেই আছেন ঈশান। সেখানেই দলে ফিরতে জাতীয় দল ও আইপিএল সতীর্থ হার্দিক পান্ডিয়ার সঙ্গে কঠোর অনুশীলন করছেন তিনি।

এই বিরতিটা তার (ঈশান) জন্য জাদুর মতো কাজ করেছে। সে ভাদোদারাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তার বড় ভাই ছাড়া পুরো পরিবার এখানে তার সঙ্গে আছে। তার পরিবার এই কঠিন সময়ে তাকে সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সে বেশির ভাগ সময় বাইরেই থাকত। সে সবসময় তার মায়ের হাতের রান্না করা খাবার খেতে না পেরে অনেক অভিযোগ করত। এখন সে এটা দিনের তিন বেলাতেই পাচ্ছে। সে তার পরিবারের সদস্যদের সঙ্গ উপভোগ করছে।”

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেই ঈশান মানসিকভাবে ভেঙে পড়েন বলেও জানান সেই সূত্র। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে প্রথমে খেলতে না চাইলেও পরে টিম ম্যানেজমেন্টের চাওয়ায় মাঠে নামেন তিনি।

সে কখনোই আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে কোনো অভিযোগ করেনি। কিন্তু দেশের শতকোটি মানুষের মতো তারও হৃদয় ভেঙেছিল। টুর্নামেন্ট শেষেই সে একটি বিরতি নিতে চেয়েছিল। তবে টিম ম্যানেজমেন্টের চাওয়ায় সে কোনো প্রশ্ন ছাড়াই (অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ) খেলেছে। সে তার দেহকে সর্বোচ্চসীমায় ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু মানসিক অবসাদের কারণে সে তা পারেনি। এরপরই সে বিরতির জন্য আবেদন জানিয়েছিল।”

অন্যদিকে, মানসিক অবসাদের কথা বলে ক্রিকেট থেকে দূরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম না করে ঈশানের জাতীয় দলে ফেরার কোনো সুযোগ নেই। তাই সম্প্রতি ভারতের প্রধান কোচ কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ তাকে প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেসব পাত্তা না দিয়ে আপাতত পরিবারের সান্নিধ্যেই সময় কাটাচ্ছেন ঈশান।

মন্তব্য করুন: