অশ্বিনের উদাহরণ টেনে কোহলিকে খোঁচা রোহিতের?

১৮ ফেব্রুয়ারি ২০২৪

অশ্বিনের উদাহরণ টেনে কোহলিকে খোঁচা রোহিতের?

টেস্টে পাঁচশ উইকেট শিকারের পরই রাতে মায়ের অসুস্থতার খবর পান রবিচন্দ্রন অশ্বিন। রাজকোট টেস্টের দ্বিতীয় দিন শেষে এমন দুঃসংবাদে খেলা ফেলে মায়ের কাছে যান ভারতের এই তারকা স্পিনার। রোববার চতুর্থ দিন তিনি মাঠে ফিরে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। তাই ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে শোনা গেল অশ্বিনের প্রশংসা। একইসঙ্গে কোহলিকেও যেন তিনি পরোক্ষ বার্তা দিলেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন না বিরাট কোহলি। তার সেই ব্যক্তিগত কারণ নিয়ে ধোঁয়াশা আছে। কোহলির আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স একবার বলেছিলেন, ভারতের ব্যাটিং কিং দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন। দুই দিন পরই তিনি এটাকে ভুল তথ্য বলে ঘোষণা করেন। কারণ যাই হোক না কেন, কোহলি দেশের হয়ে খেলছেন না- এটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোবাবার রাজকোটে ৪৩৪ রানে জয়ের পর রোহিত শর্মা বলেন, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে (অশ্বিন) টেস্টের মাঝপথে হারানো সহজ ব্যাপার নয়। কিন্তু পরিবার অবশ্যই সবকিছুর আগে। খবরটা শোনার পরই অশ্বিনকে বলেছিলাম, ওর যেটা ঠিক মনে হয় সেটা করতে। কোনো দ্বিতীয় ভাবনা আমাদের মাথায় আসেনি। অশ্বিন বলেছিল পরিবারের সঙ্গে থাকতে চায়। আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম। কারণ ওই মুহূর্তে সেটাই সঠিক ছিল।

এরপর দলের প্রতি অশ্বিনের নিবেদনের প্রশংসা করে রোহিত বলেন, পরিবারের কাছে গিয়ে আবার দলকে সাহায্য করতে ফিরে আসা- এটা অনেক বড় ব্যাপার। এর থেকেই বোঝা যায় অশ্বিন মানসিকভাবে কতটা শক্তিশালী। সে এমন একজন মানুষ, যে দলের স্বার্থকে সবার আগে রাখে। অশ্বিনকে ফিরে পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

রোহিতের এই বক্তব্যটা নিয়েই ভারতের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, অশ্বিনকে উদাহরণ হিসেবে ব্যবহার করে কোহলিকে খোঁচা মেরেছেন রোহিত। তাছাড়া রোহিত-কোহলির মাঝে যে সুসম্পর্ক নেই- সেটা তো সবার জানাই আছে।

মন্তব্য করুন: