বিস্ফোরক ব্যাটিংয়ে লিটনের ক্যারিয়ারসেরা ইনিংস

১৯ ফেব্রুয়ারি ২০২৪

বিস্ফোরক ব্যাটিংয়ে লিটনের ক্যারিয়ারসেরা ইনিংস

অবশেষে নিয়মিত রান করতে শুরু করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন কুমার দাস। চট্টগ্রামের গ্যালারি দেখল তার ধুন্ধুমার ব্যাটিং। তবে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলার দিনে জিততে পারেনি লিটনের দল। ইতোমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের কাছে তারা হেরে গেছে ১২ রানে।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রান তুলেছিল সিলেট। সেই রান তাড়ায় নেমে কুমিল্লা থেমে যায় ৭ উইকেটে ১৬৫ রানে। সিলেটের হয়ে সর্বোচ্চ ৬২* রান করেন বেনি হাওয়েল। তার ৩১ বলের ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কার মার। এছাড়া কেনার লুইস ৩৩ আর মোহাম্মদ মিঠুন ২৮ রান করেন।

রান তাড়ায় শুরুতেই ইমরুল কায়েসকে (৩) হারিয়েছিল কুমিল্লা। এপরই শুরু হয় লিটন দাসের ঝড়ো ব্যাটিং। একপ্রান্ত আগলে রেখে খেলেন ৫৮ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। যা টি-টুয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা। এতদিন ৮৩ রানের ইনিংসটাই ছিল তার সর্বোচ্চ। কুমিল্লার ইনিংসের শেষ ওভারের প্রথম বলে লিটনকে বোল্ড করেন তানজিম সাকিব। কুমিল্লার বাকি ব্যাটারদের ব্যর্থতায় লিটনের এমন ইনিংসটি বৃথা যায়। যদিও তার দলের প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গেছে।

মন্তব্য করুন: