সাকিবের শিকার তামিম, রনির শিকার পাঁচ উইকেট
১৯ ফেব্রুয়ারি ২০২৪
মাঠের বাইরে তাদের লড়াইটা এখন ২২ গজেও বেশ জমে উঠল। বিপিএলের মঞ্চে সোমবার দেখা গেল সাকিব আল হাসান আর তামিম ইকবালের লড়াই, যাতে এ যাত্রায় জয় হলো সাকিবের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে ধরা দিয়েছিলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। ঘরের মাঠের দর্শকরাও ছিলেন তার পক্ষেই। দেশসেরা এই ওপেনার ২০ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান তুলে ফেলার পর সাকিবকে বোলিংয়ে আনেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাট হাতে তামিমের অমন আগ্রাসী রূপ দেখে কৌশলের আশ্রয় নেন সাকিব। পঞ্চম ওভারের প্রথম বলটি অফস্টাম্পের বাইরে পিচ করে সামান্য ভেতরে ঢুকেছিল। টাইমিং করতে পারেননি তামিম, বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে যায়। সহজ ক্যাচ নেন মুমিনুল হক।
ত্রয়োদশ ওভারে রংপুরের পেসার আবু হায়দার রনি ৩ উইকেট তুলে নেন। তার শিকার হন মুশফিকুর রহিম (৫), সৌম্য সরকার (০) এবং কাইল মেয়ার্স (৪৬)। এরপর ১৫তম আর ১৭তম ওভারেও দুটি উইকেট নিয়ে ৫ উইকেট পূর্ণ করেন এই পেসার। এতে বড় সংগ্রহ করতে পারেনি বরিশাল। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলতে পারে।
মন্তব্য করুন: