বিপিএলের প্লে অফ : কোন দলের কী সমীকরণ?

২০ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলের প্লে অফ : কোন দলের কী সমীকরণ?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর এখন শেষের পথে। ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া ফরচুন বরিশালেরও প্লে অফ প্রায় নিশ্চিত। তাদের সঙ্গে এখনও প্লে অফের লড়াইয়ে আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেখে নেওয়া যাক দলগুলোর পয়েন্টের অবস্থা।

রংপুর রাইডার্স : ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। তাদের প্লে অফ তো নিশ্চিতই, সেইসঙ্গে সাকিবদের দল শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত করে ফেলেছে। মঙ্গলবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করবে রংপুর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। তাদের এখনো দুটি ম্যাচ বাকি। যে কোনো একটিতে জিতলেই তারা প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে। তবে রংপুর ও বরিশালের বিপক্ষে দুটি ম্যাচই হারলে কুমিল্লাকে খেলতে হবে এলিমিনেটর। তবে রানরেটে এগিয়ে থাকলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ আছে।  

ফরচুন বরিশাল : ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লেঅফে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে ফরচুন বরিশাল। আগামী শুক্রবার তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্লে-অফে ওঠার লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের চেয়ে নেট রেটের হিসেব অনেকটা এগিয়ে থাকার সুবিধা পাবে ফরচুন বরিশাল। তাই কুমিল্লার কাছে খুব বাজেভাবে না হারলে তাদের রানরেটে তেমন প্রভাব পড়বে না।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মঙ্গলবার চট্টগ্রামে খুলনা টাইগার্সকে হারালেই চট্টগ্রামের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। হেরে গেলেই নেট রানরেটের মারপ্যাঁচে পড়তে হবে। এমতাবস্থায় খুলনা তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিলেই বিদায় নেবে চট্টগ্রাম।

খুলনা টাইগার্স : প্লে অফের লড়াইয়ে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে খুলনা টাইগার্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তাই প্লে অফে যেতে হলে তাদেরকে চট্টগ্রাম এবং সিলেটের বিপক্ষে শেষ দুই ম্যাচ জিততেই হবে। তাই মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে গেলেই তাদের বিদায় নিতে হবে।

সিলেট স্ট্রাইকার্স : প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। ১১ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮।

দুর্দান্ত ঢাকা : এবারের আসরে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দুর্দান্ত ঢাকার। ১২ ম্যাচে টানা ১১ হারে তাদের পয়েন্ট মাত্র ২। প্লে অফের দৌড় থেকে সবার আগে ছিটকে গেছে ঢাকা।

মন্তব্য করুন:

Add