‘ভারতে বিধ্বস্ত ইংল্যান্ড দল পারলে এখনই দেশে ফিরে যেত’
২০ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের কাছে রাজকোট টেস্টে হারের পর ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে ইংল্যান্ড দল। তাদের ‘বাজবল’ ফর্মুলা কাজে দিচ্ছে না ভারতের মাটিতে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা উত্তরসূরিদের ধুয়ে দিচ্ছেন। বসে নেই ভারতের সাবেক ক্রিকেটাররাও। যেমন সাবেক বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত বাজবলের কোনো কার্যকারিতাও দেখছেন। বরং খোঁচা দিয়ে বলেছেন, পারলে এখনই দেশে ফিরে যেত ইংল্যান্ড দল।
হায়দরাবাদে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। কিন্তু বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। রাজকোটে তৃতীয় টেস্ট ভারত জিতে নেয় ৪৩৪ রানের বিশাল ব্যবধানে। পিচ কন্ডিশন না বুঝে অযথা আক্রমণাত্বক ক্রিকেট খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে ইংল্যান্ড। যদিও দুটি টেস্ট এখনো বাকি। ইংল্যান্ডের সিরিজ জয়ের সুযোগও এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত?
১৯৮৩-র বিশ্বকাপজয়ী তারকা শ্রীকান্ত মনে করছেন, ইংল্যান্ডের এই বাজবল তত্ত্বই সব সমস্যার মূলে। ইংল্যান্ডকে খোঁচা মেরে তিনি বলেছেন, “যদি সম্ভব হতো, পরের ফ্লাইটেই ওরা বাড়ির পথ ধরত। তবে সেটা তো সম্ভব নয়, পরের দুই টেস্ট খেলতে হবে। আমার মনে হয়, এসব বাজবল ও আরও যত তত্ত্ব, এসব স্রেফ অতি প্রচার। কোথায় এটা কাজে দিয়েছে?”
অ্যাশেজের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “অ্যাশেজে কি এটা ফলপ্রসূ হয়েছে? সত্যি কথা বলতে, তারা এভাবে খেলতে থাকলে কোনো কৌশলই কাজে দেবে না। বাজবল তত্ত্ব নিয়ে এত বেশি আলোচনা হয়েছে! কিন্তু সেসব আলোচনাকে যৌক্তিক প্রমাণ করতে হলে এই কন্ডিশনে ব্যাট করার স্কিল তাদের থাকতে হবে, ভালো বোলিংয়ের সামর্থ্য থাকতে হবে।”
মন্তব্য করুন: