বিপিএলে তানজিদ তামিমের বিধ্বংসী সেঞ্চুরি

২০ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলে তানজিদ তামিমের বিধ্বংসী সেঞ্চুরি

প্লে-অফে যাওয়ার বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিমের ব্যাট। তরুণ এই ব্যাটারের বিধ্বংসী সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে ১৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম, যা এবারের বিপিএলের তৃতীয় শতক।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের ইনিংসের পুরোটাই ছিল তানজিদময়। শুরুতেই মুহাম্মদ ওয়াসিমকে হারালেও বাঁহাতি এই ওপেনার নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। দ্বিতীয় উইকেটে সৈকত আলীকে (১৮) নিয়ে ৫৬ রানের জুটি গড়ে চট্টগ্রামের শুরুর ধাক্কা সামাল দেন। এরপর টম ব্রুসকে নিয়ে খুলনা বোলারদের ওপর তো রীতিমত ঝড় তোলেন তানজিদ।

৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ফিফটি তুলে নেওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তানজিদ। বোলারদের একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ বলে বাঁহাতি এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ব্রুসের সঙ্গে ৬১ বলে ১১০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ওয়েইন পারনেলের বলে সাজঘরে ফেরার আগে ৬৫ বলে সমান ৮ চার ও ছক্কায় ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তানজিদ।

নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রামের ইনিংস থামে ৪ উইকেটে ১৯২ রানে। ব্রুস অপরাজিত থাকেন ৩৬ রানে।

মন্তব্য করুন: