বাশার এবার মেয়েদের ক্রিকেটে, পেলেন নতুন দায়িত্ব

২০ ফেব্রুয়ারি ২০২৪

বাশার এবার মেয়েদের ক্রিকেটে, পেলেন নতুন দায়িত্ব

গুঞ্জন সত্যি হলো। মেয়েদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ছেলেদের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বিসিবির নারী উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে এক বৈঠক শেষে বাশারের নতুন দায়িত্বের বিষয়টি চূড়ান্ত হয়। হেড অব অপারেশনস হিসেবে বাশার এখন দেশের নারী ক্রিকেটের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছু দেখভাল করবেন। এছাড়া মেয়েদের ক্রিকেটের ডেভলপমেন্টের সঙ্গেও যুক্ত থাকবেন বাশার।

পদবি অনুযায়ী বাশারের ওপরে থাকবেন কেবল নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। মঙ্গলবারই নাদেলের থেকে কাজ বুঝে নিয়েছেন হাবিবুল। ছেলেদের দলের সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এখনও নতুন কোনো দায়িত্ব পাননি। তবে শীঘ্রই তাকে টুর্নামেন্ট কমিটিতে আনা হতে পারে বলে গুঞ্জন আছে।

মন্তব্য করুন: