গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১০ হাজারে বাবর আজম

২২ ফেব্রুয়ারি ২০২৪

গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১০ হাজারে বাবর আজম

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের টি-টুয়েন্টির সামর্থ্য নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনা হয়ে থাকে। সেই বাবরই এবার স্বীকৃত টি-টুয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের মালিক হয়ে গেলেন। ভেঙে দিলেন দ্য ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের রেকর্ড।

গত বুধবার পিএসএলে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭ চার ১ ছক্কায় ৭২ রানের ইনিংসের পথে এই রেকর্ড স্পর্ম করেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর। দশ হাজার রানের মাইলফলকে পৌঁছতে বাবরের লেগেছে ২৭১ ইনিংস। এর আগে ক্রিস গেইল ২৮৫ ইনিংসে এই মাইফলকে পৌঁছেছিলেন। তার রেকর্ড এবার দখলে নিলেন বাবর।

বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাবর ১০ হাজার রানের মাইলফলকে পা রাখলেন। তবে স্বীকৃত টি-টুয়েন্টিতে তিনশর কম ইনিংসে দশ হাজারের মাইলফলক ছুঁতে পেরেছেন আর কেবল বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং কিংয়ের লেগেছিল ২৯৯ ইনিংস।

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ক্রিস গেইলের রেকর্ড এখনও অক্ষত আছে। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে ক্যারিবিয়ান দানব সবার ওপরে। ৪৯৪ ইনিংসে ১৩ হাজার ১৫৯ রান নিয়ে দুইয়ে পাকিস্তানের শোয়েব মালিক। এই ফরম্যাটে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরিও ক্রিস গেইলের। বাবরের আছে ১০টি সেঞ্চুরি, যা দ্বিতীয় সর্বোচ্চ।

মন্তব্য করুন: