বাবর আজমদের ফিটনেস নিয়ে চাঞ্চল্যকর দাবি হাফিজের

২২ ফেব্রুয়ারি ২০২৪

বাবর আজমদের ফিটনেস নিয়ে চাঞ্চল্যকর দাবি হাফিজের

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টরের চাকরি হারানোর পর থেকে একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। সাবেক এই অল-রাউন্ডার এবার মুখ খুললেন বাবর আজমদের ফিটনেস নিয়ে। তার দেওয়া তথ্যমতে, পাকিস্তান দলে ফিটনেসকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। তিনি সাবেক অধিনায়ক বাবরসহ, সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার ও সাবেক প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে কাঠগড়ায় তুলেছেন।

পাকিস্তানি টিভি চ্যানেল ‘এ স্পোর্টসের’ জনপ্রিয় শো ‘দ্য প্যাভিলিয়ন’ -এ হাফিজ বলেন, “অস্ট্রেলিয়া সফরের সময় আমি সব ক্রিকেটারকে তাদের ফিটনেসের দিকে মনোযোগ দিতে বলেছিলাম। ট্রেনারকে জিজ্ঞেস করেছিলাম, খেলোয়াড়দের বর্তমান ফিটনেসের অবস্থা কী? জবাবে তিনি বলেন, ‘ছয় মাস আগে টিম ডিরেক্টর, প্রধান কোচ ও অধিনায়ক আমাকে বলেছিলেন, এই মুহূর্তে ফিটনেস অগ্রাধিকার নয়। এই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই।’ তার এই জবাব শুনে আমি চমকে যাই।”

হাফিজ আরও বলেন, “ছয় মাস পর যখন আমি তাদের পর্যবেক্ষণ করি, তখন তাদের মেদ মাপা হয়, যা আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন চামড়ার ভাঁজ মেপে দেখা হলো, আমাদের সব টেস্ট ক্রিকেটারের অবস্থা ছিল বর্ধিত মানের চেয়ে দেড় থেকে পৌনে দুই গুণ বেশি, যা অনেক বেশি।”

“ফিটনেস পরীক্ষার সময় কয়েকজন ক্রিকেটার তো ২ কিলোমিটার দৌড় শেষই করতে পারেনি। যখন আমি জানতে পারি যে, ছয় মাস আগের একটা সিদ্ধান্ত মেনে ফিটনেসের এসব মানদণ্ড উপক্ষা করা হচ্ছে, তখন খুব হতবাক হয়ে যাই। আন্তর্জাতিক পর্যায়ে আপনি কিভাবে ফিটনেসকে উপেক্ষা করতে পারেন?”

ওই শোতে আরেক আলোচক পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও বাবরদের ফিটনেসের সমালোচনা করে বলেন, “এর সঙ্গে (ফিটনেসকে উপেক্ষা করা) তখনকার অধিনায়ক (বাবর আজম) সঙ্গে যুক্ত ছিল। ক্রিকেট ডিরেক্টর (মিকি আর্থার) ও কোচ ব্র্যাডবার্নও এর সঙ্গে যুক্ত।”

মন্তব্য করুন: