আইপিএল ২০২৪ : উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ধোনি-কোহলি
২২ ফেব্রুয়ারি ২০২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আংশিক সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের মৌসুম, যা চলবে ২৬ মে পর্যন্ত। এদিকে এপ্রিল-মে মাসে ভারতের জাতীয় নির্বাচন। তাই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের পর পরের ধাপের সূচি ঘোষিত হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মার্চ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিয়মানুযায়ী, সর্বশেষ আসরের ফাইনাল খেলা দুই দলই নতুন আসরের উদ্বোধনী ম্যাচে খেলে। তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে। গতবারের রানার্সআপ গুজরাট টাইটান্স উদ্বোধনী ম্যাচে খেলছে না।
? ???? ??? ????? - TATA #IPL2024 Schedule is HERE! ?
— Star Sports (@StarSportsIndia) February 22, 2024
Get ready for the thrill, excitement and fun to begin! Save this post so you don't have to search for it again ?
It's #CSKvRCB, @msdhoni ? @imVkohli in the opener! Who's your pick ? ?#IPLSchedule #IPLonStar pic.twitter.com/oNLx116Uzi
৭ এপ্রিল পর্যন্ত ঘোষিত সূচিতে হোম ভেন্যুতে কোনো ম্যাচ নেই দিল্লির ক্যাপিটালসের। ফিরোজ শাহ কোটলায় মেয়েদের আইপিএলের ফাইনালসহ ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মাঠ প্রস্তুত করতে আরও সময় লাগবে। এছাড়া মোহালির পুরোনো মাঠ ছেড়ে এবার নতুন হোম ভেন্যু পাচ্ছে পাঞ্জাব কিংস। তারা চণ্ডীগড়ের নতুন ভেন্যুতে খেলবে বলে জানিয়েছে। এ সময়ে সর্বোচ্চ পাঁচটি করে ম্যাচ খেলবে দিল্লি, গুজরাট ও বেঙ্গালুরু। কলকাতা খেলবে তিনটি ম্যাচ। বাকিরা খেলবে ৪টি করে।
প্রথম ১৫ দিনের আইপিএল সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) :
০১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, সন্ধ্যা ৭টা)।
০২. পাঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, দুপুর ৩টা)।
০৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, সন্ধ্যা ৭)।
০৪. রাজস্থান বনাম লখনৌ- ২৪ মার্চ (জয়পুর, দুপুর ৩টা)।
০৫. গুজরাট বনাম মুম্বাই- ২৪ মার্চ (আহমেদাবাদ, সন্ধ্যা ৭)।
০৬. আরসিবি বনাম পাঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, সন্ধ্যা ৭)।
০৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, সন্ধ্যা ৭)।
০৮. হায়দরাবাদ বনাম মুম্বাই- ২৭ মার্চ (হায়দরাবাদ, সন্ধ্যা ৭)।
০৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, সন্ধ্যা ৭টা)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, সন্ধ্যা ৭টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব- ৩০ মার্চ (লখনৌ, সন্ধ্যা ৭টা)।
১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আহমেদাবাদ, দুপুর ৩টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, সন্ধ্যা ৭টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বাই, সন্ধ্যা ৭টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, সন্ধ্যা ৭টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, সন্ধ্যা ৭টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব- ৪ এপ্রিল (আহমেদাবাদ, সন্ধ্যা ৭টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, সন্ধ্যা ৭টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, সন্ধ্যা ৭টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বাই, দুপুর ৩টা)।
২১. লখনৌ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনৌ, সন্ধ্যা ৭টা)।
মন্তব্য করুন: