প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ উইকেট অশ্বিনের
২৩ ফেব্রুয়ারি ২০২৪
আগের টেস্টেই টেস্ট ক্যারিয়ারের পাঁচশতম উইকেট নিয়েছিলেন, এবার ইংল্যান্ডের বিপক্ষে অন্যরকম ‘সেঞ্চুরি’ করে ফেললেন ভারতের স্পিন সুপারস্টার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ভারতীয় হিসেবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০ উইকেট নিয়েছেন।
রাঁচিতে শুক্রবার থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে এই কীর্তি গড়েন অশ্বিন। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের বিপক্ষে তার শততম টেস্ট উইকেটে পরিণত হন জনি বেয়ারস্টো। অভিজ্ঞ এই ইংলিশ ব্যাটার ভারতের বিপক্ষে আবারও বড় রান করতে ব্যর্থ হলেন। ৩৫ বলে ৩৭ রানের ‘বাজবল’ ইনিংস খেলে তিনি এলবিডাব্লিউ হয়ে যান।
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট লড়াইয়ে মাত্র দুজন বোলার প্রতিপক্ষের বিপক্ষে একশ উইকেট নিতে পেরেছেন। প্রথমজন ইংল্যান্ডের পেস সুপারস্টার জেমস অ্যান্ডারসন। তিনি এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে ১৪৫টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ৩৭ বছরের অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে উইকেট সংখ্যায় অশ্বিনের পেছনে আছেন ভাগবত চন্দ্রশেখর (৯৫), অনিল কুম্বলে (৯২), বিষেণ সিং বেদি (৮৫), কপিল দেবের (৮৫) মতো বোলাররা।
মন্তব্য করুন: