অধিনায়ক হিসেবেই আইপিএলে ফিরছেন রিশাভ পান্ত

২৩ ফেব্রুয়ারি ২০২৪

অধিনায়ক হিসেবেই আইপিএলে ফিরছেন রিশাভ পান্ত

আসন্ন আইপিএল দিয়ে ভারতের তরুণ উইকেটেকিপার ব্যাটার রিশাভ পান্তর মাঠে ফেরার খবর ইতোমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার নিশ্চিত হওয়া গেল, দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বভার উঠতে যাচ্ছে তারই কাঁধে। আসরের শুরু থেকেই তিনি দলকে নেতৃত্ব দেবেন। তবে প্রথম কয়েকটি ম্যাচে কিপিং করবেন না।

দিল্লি ক্যাপিটালসের সহ-সত্বাধিকারী পার্থ জিন্দাল শুক্রবার ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, রিশাভ এখন ব্যাটিং করছে, রানিং করছে। উইকেটকিপিংও শুরু করেছে। আইপিএলের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। রিশাভ আইপিএলে খেলবে এবং প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দেবে বলে আশা করছি।

২০২২ সালের ডিসেম্বরে নিজে গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার পথে উত্তরাখন্ডের রুর্কিতে সড়ক দুর্ঘটনায় কোনোরকমে প্রাণে বেঁচে যান পান্ত। তার ডান হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিড়ে যায়। এছাড়াও কবজি, অ্যাঙ্কেল, পায়ের অগ্রভাগসহ পিঠে ও মাথায় আঘাত পান। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ধকল সামলে তিনি এখন সেরে উঠেছেন। নিয়মিত অনুশীলন করছেন।

বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে গত বুধবার একটি ২০ ওভারের অনুশীলন ম্যাচও খেলেছেন পান্ত। দ্রুতই বিসিসিআইয়ের মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়া যাবে বলেও ধারণা করছে দিল্লি কর্তৃপক্ষ। তবে আইপিএলের শুরুতেই পান্তকে কিপিং করানো হবে না বলে জানান পার্থ জিন্দাল, প্রথম সাত ম্যাচে আমরা ওকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাব। এরপর ওর শরীর যেভাবে সাড়া দেয়, সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব (কিপিং নিয়ে)।

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। পরদিন মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে পান্তর দিল্লি ক্যাপিটালস।

মন্তব্য করুন: