চোটের কারণে নিউ জিল্যান্ড সফর শেষ ওয়ার্নারের

২৪ ফেব্রুয়ারি ২০২৪

চোটের কারণে নিউ জিল্যান্ড সফর শেষ ওয়ার্নারের

নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু বাঁহাতি এই ব্যাটার তা আর করতে পারছেন না। কুঁচকির চোটে সিরিজের তৃতীয় শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন এই বিধ্বংসী ওপেনার। ফলে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে নিউ জিল্যান্ড সফর শেষ করতে হচ্ছে।

বছরের শুরুতেই টেস্ট ওয়ানডে থেকে বিদায় বলা ওয়ার্নার আগে জানিয়েছিলেন, জুনে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটেও ক্যারিয়ারের ইতি টানবেন। আর বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে চলমান সিরিজটিই ছিল অস্ট্রেলিয়ার শেষ কোনো দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে ঘরের মাঠে এই ফরম্যাটে শেষ ম্যাচ খেলেন ওয়ার্নার।

শনিবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ওয়ার্নারের চোট গুরুতর নয়। সেরে উঠতে অল্প কয়েক দিন সময় লাগবে। তাই আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলে খেলা নিয়ে বাঁহাতি এই ব্যাটারের কোনো সমস্যা হবে না।

নিউ জিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বিশ্রামে থাকা ওয়ার্নারের বদলি হিসেবে মাঠে নামেন স্টিভ স্মিথ। ফলে, ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। ম্যাচে ২০ বলে ৩২ রান করেন তিনি। ধারণা করা হচ্ছে, রোববার অকল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচেও তার জায়গায় ওপেনিংয়ে নামবেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার স্মিথ। বিশ্বকাপের দলে জায়গা পেতে ডানহাতি এই ব্যাটারের জন্য এই ম্যাচ এখন বেশ গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন: