বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ২০০ গুণ বেশি!

২৪ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ২০০ গুণ বেশি!

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও তিন মাসের বেশি সময় বাকি। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট এখনো বিক্রি শুরু হয়নি। অথচ, এখন থেকেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা দেখে আয়োজকেরা প্রমাদ গুনছেন। তাদের কাছে যে পরিমাণ টিকিটের আবদার আসছে, তা দেখে বিস্মিত আয়োজকেরা।

আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের জন্য নির্মাণ করা হচ্ছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। অস্থায়ী এই স্টেডিয়ামের গ্যালারিতে ৩৪ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। কিন্তু টিকিটের জন্য আসন সংখ্যার চেয়ে ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বলেছেন,টিকিটের চাহিদা অবিশ্বাস্য। এখন থেকেই বিশাল চাহিদা দেখছি আমরা। যে কোনো বিশ্বকাপেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উৎসাহ, আকর্ষণ থাকে। এই দুটি দেশ এবার এখানে খেলতে আসছে। এটা আমাদের বড় প্রাপ্তি।

আসন্ন টুর্নামেন্টের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এই প্রথম দেশটিতে এত বড় মাপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রচুর ভারতীয় এবং পাকিস্তানিদের বাস। সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা নেই বলে মাঠে বসে রোহিত শর্মা, বিরাট কোহলি, বাবর আজমদের দের খেলা দেখার সুযোগ তারা পান না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই দুই দলের মহারণ দেখার সুযোগ কেইবা হারাতে চাইবেন।

আয়োজকেরা জানেন, স্টেডিয়ামের দর্শকাসন এবং টিকিটের চাহিদার মধ্যে বিপুল পার্থক্য মেটানো সম্ভব নয়। তবু যত বেশি সম্ভব মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চান তারা। জোন্স বলেছেন, এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ আমরা বেশ উপভোগ করছি। এই উন্মাদনা কাজে লাগিয়ে আমরা স্থানীয়দের মধ্যে খেলাটাকে জনপ্রিয় করতে চাই। যাতে আগামী দিনে এখান থেকেও ভালো খেলোয়াড় উঠে আসে।

মন্তব্য করুন: