ঘরোয়া ক্রিকেট না খেলায় কঠিন শাস্তির মুখে ঈশান আর শ্রেয়স

২৪ ফেব্রুয়ারি ২০২৪

ঘরোয়া ক্রিকেট না খেলায় কঠিন শাস্তির মুখে ঈশান আর শ্রেয়স

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলায় শাস্তি পেতে যাচ্ছেন দেশটির দুই তরুণ ক্রিকেটার ইশান কিশান আর শ্রেয়স আইয়ার। এই দুজনকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দ্রতই নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে বিসিসিআই। বর্তমান চুক্তিতে শ্রেয়স গ্রেড বির খেলোয়াড় হিসেবে বছরে ৩ কোটি এবং ঈশান গ্রেড সির খেলোয়াড় হিসেবে ১ কোটি রুপি করে বেতন পান। তবে বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশের পরও ঘরোয়া ক্রিকেটে না খেলায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় ঈশান এবং শ্রেয়স থাকছেন না।

আরও পড়ুন : ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করেছেন ঈশান কিশান?

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলে ছিলেন ঈশান। তবে লোকেশ রাহুলের কারণে ওই সিরিজে তিনি একাদশে সুযোগ পাননি। অবশ্য প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি জানান, মানসিকভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বিসিসিআই তখন ছুটি দিতেই  ঈশান দুবাই চলে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার এই কাণ্ড বিসিসিআই সেটা ভালোভাবে নেয়নি। যে কারণে ঘরের মাঠে চলতি ইংল্যান্ড সিরিজেও তার সুযোগ হয়নি।

গত সপ্তাহে ভারতের প্রধান কোচ কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ ঈশানকে প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিলেন। সেসব নির্দেশকে পাত্তাই দিলেন না ঈশান! গত শুক্রবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচ শুরু হলেও তিনি খেলেননি। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রঞ্জি ট্রফিতে না খেললেও ঈশান খেলবেন ডিওয়াই পাতিল টি-টুয়েন্টি টুর্নামেন্টে!

আরও পড়ুন : মায়ের রান্না খেয়ে ভারতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঈশান

অন্যদিকে ডানহাতি মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ভারতইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দলে ছিলেন। তৃতীয় টেস্টের আগে তাকে জাতীয় দল থেকে ছুটি দিয়ে রঞ্জিতে খেলতে বলা হয়েছিল। কিন্তু শ্রেয়স তার রঞ্জি দল মুম্বাইকে জানান, পিঠের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না। কিন্তু ভারতের জাতীয় ক্রিকেট অ্যকাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেল বিসিসিআইকে জানান, আইয়ার ফিট ছিলেন।

মন্তব্য করুন: