বশিরের ঘূর্ণি জাদুতে রাঁচি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

২৪ ফেব্রুয়ারি ২০২৪

বশিরের ঘূর্ণি জাদুতে রাঁচি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

ভারতের কাছে টানা দুই ম্যাচ হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে যে রকম পারফরম্যান্সের দরকার ছিল ঠিক তেমনটাই যেন করে দেখাচ্ছে ইংল্যান্ড। জো রুটের দুর্দান্ত সেঞ্চুরি ও ওলি রবিনসনের ফিফটির পর বল হাতে শোয়েব বশিরের ঘূর্ণি জাদুতে দ্বিতীয় দিন শেষেই রাঁচি টেস্টের চালকের আসনে বসেছে ইংলিশরা।

শনিবার সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই নিজের প্রথম ফিফটি তুলে নেন রবিনসন। অষ্টম উইকেটে রুটের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন ৫৮ রানে। কিন্তু ততক্ষণে এই দুই ব্যাটার ইংলিশদের সাড়ে তিনশ রানের ভিত তৈরি করে দেন। রবীন্দ্র জাদেজা দ্রুতই শেষ তিন উইকেট তুলে নিলে সফরকারীদের ইনিংস থামে ৩৫৩ রানে। ৩১তম সেঞ্চুরিতে রুট অপরাজিত থাকেন ১২২ রানে।

জবাবে রাঁচির ঘূর্ণি পিচে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুতেই আঘতে হানেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। তৃতীয় ওভারেই তুলে নেন অধিনায়ক রোহিত শর্মার (২) উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে শুবমান গিলকে নিয়ে দলের হাল ধরেন দুর্দান্ত ছন্দে থাকা যশস্বী জয়সোয়াল। ৮২ রানের জুটি গড়ে স্বাগতিকদের চাপ সামাল দিলেও গিল (৩৮) বশিরের শিকার হয়ে ফিরলে বিপদে পড়ে তারা।  

মধ্যাহ্ন বিরতির আগে ১ ওভার বল করা বশিরের টানা ৩১ ওভারের এক স্পেলেই টালমাটাল হয়ে যায় ভারতের ব্যাটিং লাইন-আপ। রজত পাতিদার (১৭) ও জাদজোকে (১২) দ্রুত ফিরিয়ে রোহিতের দলকে চাপে রাখেন ২০ বছর বয়সী এই অফ-স্পিনার। আগের ম্যাচে ইংলিশ বোলাদের ওপর তাণ্ডব চালানো জয়সোয়াল ও সরফরাজ খান জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বাধা হয়ে দাঁড়ান বশির। টানা দুই ম্যাচে ডাবল-সেঞ্চুরি হাঁকানো জয়সোয়ালকে ৭৩ রানে ফিরিয়ে সফরকারী শিবিরে স্বস্তি এনে দেন।

দলীয় ১৭১ রানে সরফরাজ (১৪) ও ১৭৭ রানে রবীচন্দ্রন অশ্বিন (১) টম হার্টলির শিকার হয়ে ফিরলে দুইশ রানের আগেই অল-আউট হওয়ার শঙ্কায় পড়ে ভারত। কিন্তু অষ্টম উইকেটে ধ্রুব জুড়েল ও কুলদীপ যাদবের প্রতিরোধে কোনো বিপদ ছাড়াই স্বাগতিকরা ২১৯ রানে দিনের খেলা শেষ করে। ৩০ রানে ধ্রুব ও কুলদীপ ১৭ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: