ফেইসবুকে মারুফার আইসিসি অ্যাওয়ার্ড প্রাপ্তির খবরটি গুজব
২৪ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন পেস তারকা মারুফা আক্তারকে ঘিরে গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গুজব। একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, মারুফা ২০২৩ সালের আইসিসি নারী ওয়ানডের সেরা পারফর্মারের পুরস্কার জিতেছেন। বরাবরের মতোই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোনো বাছবিচার না করেই এই সংবাদ শেয়ার করছেন। এবার তলিয়ে দেখা যাক ঘটনাটা কী?
আরও পড়ুন : ক্রিকইনফোর বর্ষসেরা বোলিং পারফরম্যান্স মারুফার
২০২৩ সালের ‘আইসিসি ইমার্জিং উইমেন্স ক্রিকেটার’ অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় মারুফার নাম ছিল। তবে তিনি নন, এই ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী ব্যাটিং অল-রাউন্ডার ফোবি লিচফিল্ড। এটা ছাড়া আইসিসি অ্যাওয়ার্ডসের আর কোনো ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় মারুফা ছিলেন না। তাই পুরস্কার জয়ের প্রশ্ন ওঠে না। এখানে দেখে নিন ২০২৩ সালের আইসিসি অ্যাওয়ার্ডসের তালিকা।
আইসিসির অ্যাওয়ার্ড না পেলেও ভারতের বিপক্ষে একটি ওয়ানডেতে মারুফার পারফর্ম্যান্স ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘বর্ষসেরা বোলিং পারফর্ম্যান্স’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ডিসেম্বরে মিরপুরে অনুষ্ঠিত ওই ওয়ানডে ম্যাচে ৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফা। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৪০ রানের ব্যবধানে। আইসিসি এবং ইএসপিএনক্রিকইনফোর পুরস্কার যেমন আলাদা, পুরস্কারের বিভাগটিও আলাদা।
আরও পড়ুন : আইসিসির বর্ষসেরা পুরস্কারের মনোনয়নে ‘মারুফা এক্সপ্রেস’
অনুসন্ধানে দেখা যায়, গত ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩৬ মিনিটে ‘দ্য স্পোর্টস পেইজ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে মারুফার ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে দাবি করা হয়েছে, মারুফা ২০২৩ সালের ‘আইসিসি উইমেন্স ওডিআই পারফর্ম্যান্স অব দ্য ইয়ার’ নামের একটি পুরস্কার জিতেছেন। এই ফটোকার্ডটিই পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ব্যবহারকারীরা কোনো কিছু না ভেবেই এটা শেয়ার করতে থাকেন।
মন্তব্য করুন: