চোট না সারায় হাঁটুতে অস্ত্রোপচার করাবেন জ্যাক লিচ
২৪ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের বিপক্ষে অবিস্মরণীয় হায়দরাবাদ টেস্ট জয়ের প্রথম দিনই হাঁটুতে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের জ্যাক লিচ। চোটের কারণে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষেই বাঁহাতি এই স্পিনারকে দেশে ফিরে যেতে হয়েছিল। কিন্তু প্রায় মাস পেরোলেও চোট এখনও না সারায় এবার তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে।
আগামী মঙ্গলবার অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের কাছে যাবেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী লিচ।
চলমান ভারত সফরে সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনই ফিল্ডিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পেলেও সে অবস্থাতেই খেলা চালিয়ে যান লিচ। পরদিন সেই আঘাতের জায়গা অনেকটা ফুলেও ওঠে। এরপরও প্রথম ইনিংসে বল করেন ২৬ ওভার। তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। এমনকি দ্বিতীয় ইনিংসেও ১০ ওভার বল করে ১ উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রাখেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মাসেও হাঁটুর ফোলা না কমায় অস্ত্রোপচারের কোনো বিকল্প না দেখা লিচ বলেন, “ফোলা কমানোর জন্য অস্ত্রোপচার করাতে যাচ্ছি, কারণ এটা সারছে না। প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিংয়ের সময় চোট পাই এবং পুরো ম্যাচ হাঁটুর সমস্যা নিয়েই খেলতে হয় আমাকে।”
“আমার অস্ত্রোপচার করানোটা দরকার এবং আশা করি, (এরপর) ক্রিকেটে ফিরতে পারব। (দ্রুত সময়ে) ক্রিকেটে ফিরতে পারলে এবং আবার ছন্দ ফিরে পেলে দারুণ হবে। আর হাঁটুর সমস্যা কাটিয়ে ওঠার পর সেটা সম্ভব বলেই আশা করি।”
এর আগে গত জুনেও চোটে পড়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন লিচ। ফলে তাকে ছাড়াই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে মাঠে নামতে হয় ইংলিশদের। সাত মাসের বেশি সময় পর ফিরে আবারও চোটের কারণে দলের বাইরে ছিটকে গেছেন। তবে এবার ফিরতে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
মন্তব্য করুন: