বিপিএলের সেরা হবে সাকিব, সর্বোচ্চ ছক্কা হৃদয়ের : ড্যারেন স্যামি

২৫ ফেব্রুয়ারি ২০২৪

বিপিএলের সেরা হবে সাকিব, সর্বোচ্চ ছক্কা হৃদয়ের : ড্যারেন স্যামি

এবারের বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে ৪ রান করা সাকিব আল হাসান চোখের সমস্যা আর খারাপ সময় কাটিয়ে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। প্লে অফ শুরুর আগেই রংপুর রাইডার্স তারকা উঠে এসেছেন টুর্নামেন্ট সেরার আলোচনায়। অন্যদিকে তরুণ তাওহীদ হৃদয়ের ব্যাটে নিয়মিতই উঠছে ঝড়। এই দুই বাংলাদেশি তারকাকে নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন ড্যারেন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা মনে করেন, বিপিএলের দশম আসরের টুর্নামেন্ট সেরা হবেন সাকিব। যিনি আগের ৯ আসরে চারবারই টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। বিপিএলে এখন পর্যন্ত ব্যাট হাতে ১৬৮ স্ট্রাইক রেটে ২৪৯ রানের সঙ্গে বল হাতে সাকিব নিয়েছেন ১৭ উইকেট। তাকে নিয়ে এক ভিডিওবার্তায় স্যামি বলেন, একজন অল-রাউন্ডার হিসেবে আমি সাকিব আল হাসানকেই বেছে নেব। ব্যাট হাতে রান করেছে, বল হাতে উইকেট নিয়েছে। সেই আমার বিপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার।

অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদীয় এখন পর্যন্ত ২০টি ছক্কা মেরেছেন। তার সমান ২০টি ছক্কা আছে চট্টগ্রাম ওপেনার তানজিদ হাসানের। তবে স্যামির পছন্দ হৃদয়কেই, (টুর্নামেন্ট) সেরার প্রশ্নে তাওহিদকেও (হৃদয়) আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। ও একজন প্রতিদ্বন্দ্বী। তবে তাওহিদ সর্বোচ্চ ছক্কার পুরস্কার জিতবেন। শরীফুল সর্বোচ্চ উইকেটশিকারি, তবে তার দল বাদ পড়েছে। আমার বাজি সাকিবের পক্ষে।

বিপিএলের দশম আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল সম্পর্কে স্যামি বলেন,আমার মনে হয়, চ্যাম্পিয়ন হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা এ মুহূর্তে দুর্দান্ত খেলছে।

মন্তব্য করুন: