পিএসএল থেকে ছিটকে গেলেন হারিস রউফ

২৫ ফেব্রুয়ারি ২০২৪

পিএসএল থেকে ছিটকে গেলেন হারিস রউফ

পাকিস্তানের গতি তারকা হারিস রউফের দুঃসময় যেন কাটছেই না। জাতীয় দলের হয়ে টেস্ট না খেলায় ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। এবার ছিটকে গেলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে। কাঁধের চোটে টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন নাআ লাহোর কালান্দার্সের এই পেসার।

লাহোরে গত শনিবার করাচি কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ৩০ বছর বয়সী রউফ। বাউন্ডারি লাইনের ওপর একটা ক্যাচ নিতে গিয়ে বেকায়দায় পড়ে গেলে তার ডান কাঁধে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায়, রউফের কাঁধের হাড় নড়ে গেছে। তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।  

হারিসের দল লাহোর কালান্দার্স চলতি আসরে নিজেদের প্রথম চার ম্যাচেই হেরেছে। চারটি ম্যাচই খেলেছেন রউফ। তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি, নিতে পেরেছেন স্রেফ ২ উইকেট। এর আগে জাতীয় দলের হয়ে নিউ জিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজ খেলেছিলেন রউফ। ৪ ম্যাচে নিয়েছিলেন পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট।

মন্তব্য করুন: