যত সময় যায় রেড ওয়াইন তত ভালো হয় : ডেভিড মিলার
২৫ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএল মাতাতে বাংলাদেশে এসে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে তিনি বিপিএলের প্লে অফে খেলবেন। রোববার সকালে ঢাকায় এসে দুপুরেই মিরপুরে শের-ই-বাংলায় গিয়ে দলের অনুশীলনে যোগ দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলি খুলে বসেন এই প্রোটিয়া হার্ডহিটার।
এদিন অনুশীলন শেষে মিলার সাংবাদিকদের বলছিলেন, "ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের কী প্রয়োজন। আজ বেশ গরম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। সবার সঙ্গে পরিচিতও হওয়া দরকার। দলটাকে ভালোভাবে জানা দরকার। দিন শেষে নিজের শরীরকে বোঝার ব্যাপার আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চাহিদা থাকে। শরীরের ওপর চাপও পড়ে যায়। কিন্তু আমার মনে হয় মানসিকভাবে আপনাকে বুঝতে হবে আপনার শরীর কীভাবে কাজ করছে, কী চায়।”
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জানেন ম্যাচে তাকে কী করতে হবে। সে অনুযায়ীই তিনি প্রস্তুতি নেন, “১৬ বছর ধরে খেলছি, আমি আমার খেলাটাকে ভালো করে বুঝি। মন ভালো অবস্থায় আছে, এটা নিশ্চিত করা জরুরি। সময়ের সঙ্গে আপনি সবকিছু আরও ভালো বুঝতে থাকবেন। টি-টুয়েন্টি ম্যাচ দ্রুত বদলে যায়, অনেক রকম পরিস্থিতি আসে। কন্ডিশন, রানরেট—এসব দেখে এগোতে হয়। হাতে কম ওভার থাকলে মারতে হয়। ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ভিন্নভাবে এগোতে হয়।”
মিলারের এই উপলব্ধিটাও ক্যারিয়ারের শুরুতে সেভাবে আসেনি। ব্যাট হাতে ছিলেন অধারাবাহিক। সর্বশেষ চার বছরে নিজেকে নিয়ে গেছেন তারকার পর্যায়ে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন, “আমি জানি না, এখানে কেউ ড্রিংক করে কি না। বলা হয়, যত সময় যায় রেড ওয়াইন তত ভালো হয়। যখন আপনার বয়স বাড়বে, আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি অতীত থেকে শিখবেন। অনেক ক্রিকেটারের মতো আমরা কেউই খেলাটা সম্পূর্ণভাবে বুঝি না। তাই আপনাকে শেখার মধ্যে থাকতে হবে। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং যতটুকু সম্ভব শিখতে হবে।”
মন্তব্য করুন: