স্পিনে কুপোকাত ইংল্যান্ড, রাঁচি টেস্টে জয়ের পথে ভারত
২৫ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দুই দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল ইংল্যান্ড। কিন্তু তৃতীয় দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বাগতিক স্পিনাররা। তৃতীয় দিনের খেলা শেষে এখন জয়ের অপেক্ষায় রয়েছে ভারত।
রোববার ১৩৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ডের চোখ ছিল বড় লিডের দিকেই। কিন্তু আগের দিন স্বাগতিকদের হয়ে প্রতিরোধ গড়া ধ্রুব জুড়েল ও কুলদীপ যাদব অষ্টম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সফরকারীদের সেই আশা শেষ করে দেন। জেমস অ্যান্ডারসন ১৩১ বলে ২৮ রান করা কুলদীপকে সাজঘরে ফেরালেও অপর প্রান্তে ইংলিশদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যান ধ্রুব।
দলের রান ৩০০ পার করার পাশাপাশি আগের ম্যাচেই অভিষেক হওয়া উইকেটরক্ষক এই ব্যাটার ছুটতে থাকেন নিজের শতকের দিকেও। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগত ৯০ রানে থাকা ধ্রুবকে ফিরিয়ে ৩০৭ রানে ভারতের প্রথম ইনিংসের সমাপ্ত করেন টম হার্টলি। শোয়েব বশির নেন ৫ উইকেট। শেষ ৩ উইকেটে ভারত যোগ করে ১৩০ রান।
৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংলিশরা দাঁড়াতেই পারেনি রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপের সামনে। এই দুই স্পিনারের ঘূর্ণি জাদুতে কেবল ১৪৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা জো রুট সাজঘরে ফেরেন মাত্র ১১ রানেই। আর ইংলিশদের হয়ে একাই লড়াই করা জ্যাক ক্রলি করেন সর্বোচ্চ ৬০ রান। সিরিজে প্রথমবারের মতো ৫ উইকেট নেন অশ্বিন। কুলদীপের শিকার ৪ উইকেট।
সিরিজ জয় নিশ্চিত করার অভিযানে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪০ রানে দিনের খেলা শেষ করে রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল।
মন্তব্য করুন: