ধ্রুবর মাঝে ধোনির ছায়া দেখছেন গাভাস্কার
২৫ ফেব্রুয়ারি ২০২৪
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলো ধ্রুব জুরেলের। ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান ইতোমধ্যেই নিজের সম্ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। শুধু ব্যাটিং সামর্থ নয়, উইকেটের পেছনে গ্লাভস হাতে তার কার্যকরিতাও দারুণ, যা দেখে মুগ্ধ সুনিল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং গ্রেট তো ধ্রুবর মাঝে মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখছেন।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল ধ্রুবর। দারুণ কিপিংয়ের পাশাপাশি এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৪৬ রান। এরপর রাঁচি টেস্টে দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে খেলেন ৯০ রানের দায়িত্বশীল এক ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও পরিস্থিতি অনুযায়ী যে ব্যাটিং করেছেন, তাতে অভিভূত গাভাস্কার।
ম্যাচের তৃতীয় দিন ধারাভাষ্য দেওয়ার সময় ধ্রুবর প্রশংসায় ভারতের কিংবদন্তি এই ওপেনার বলেন, “অবশ্যই সে দারুণ ব্যাটিং করেছে, তবে তার কিপিং, স্টাম্পের পেছনে দায়িত্ব সামলানো সমানভাবে দুর্দান্ত। তার ম্যাচ সচেতনতার বিবেচনায় আমি বলতে চাই, সে আরেকজন এমএস ধোনি হওয়ার পথে আছে। জানি, আরেকজন এমএস ধোনি কখনও সম্ভব নয়। তবে তার যে উপস্থিত বুদ্ধি, ধোনি যখন খেলা শুরু করেছিল এমনই ছিল। জুরেলের মধ্যে সেই ম্যাচ সচেতনতা আছে।”
মন্তব্য করুন: