সাংবাদিকদের খেলা বোঝার দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সোহান

২৫ ফেব্রুয়ারি ২০২৪

সাংবাদিকদের খেলা বোঝার দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সোহান

নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে আছে রংপুর রাইডার্স। প্রথম পর্বে ১২ ম্যাচের ৯টিতে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পা রেখেছে তারা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটিং আর কিপিংয়েও অবদান রেখেছেন তিনি। ১২ ইনিংসে ২০৭ রানের পাশপাশি উইকেটের পেছনে আসরের সর্বোচ্চে ১৪টি ডিসমিসালেও রংপুর অধিনায়ক অবদান রেখেছেন।

এবারের আসরে বেশিরভাগ ম্যাচই চার-পাঁচ নম্বরে ব্যাট করেন সোহান। কিন্তু এরপরেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি। তিন ম্যাচে ত্রিশের বেশি রান করলেও ফিফটির দেখা পাননি। এমনকি টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা বিশ রান-সংগ্রাহকের তালিকায় ব্যাটারদের মধ্যে শুধু সোহানেরই কোনো ফিফটি নেই।  

তবে পরিসংখ্যান যেমনই হোক, নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট সোহান। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কোয়ালিফায়ারে মাঠে নামার আগে রোববার রংপুরের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের অধিনায়ক। সেখানেই তার ফর্ম নিয়ে প্রশ্ন করতেই বেশ চটে যান তিনি।

অফ ফর্ম বলতে...? ব্যাটে রান হচ্ছে না বলতে, আমি কি ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব, ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রেখেছি, দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, নাহলে খেলা বোঝেন না।"

সাংবাদিকদের খেলা বোঝার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে সোহান বলেন, "খেলা বুঝলে অবশ্যই... আমি যে নির্দিষ্ট জায়গায় খেলছি, আপনি পরিসংখ্যান দেখবেন যে কত রান করেছি। দুইশর বেশি রান করেছি। কোন জায়গায় ব্যাটিং করেছি, কিপিংয়ে কী করছি, এগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।

ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর।

মন্তব্য করুন: