ডিআরএস কক্ষে ক্যামেরা বসানোর প্রস্তাব ভনের

২৬ ফেব্রুয়ারি ২০২৪

ডিআরএস কক্ষে ক্যামেরা বসানোর প্রস্তাব ভনের

ক্রিকেট মাঠে ডিআরএস নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। পিএসএলের একটি ম্যাচে ভুল ডিআরএসের অভিযোগ করেছিলেন শাদাব খান। পরে ডিআরএস সংস্থাটি নিজেদের ভুল স্বীকার করেছে। সর্বশেষ গত রোববার রাঁচিতে জো রুটের আউট নিয়ে আবার আলোচনায় ডিআরএস। সমস্যা সমাধানে এবার ডিআরএস কক্ষে ক্যামেরা বসানোর প্রস্তাব দিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

রাঁচি টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু হন জো রুট। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ার পর ভারত রিভিউ নেয়। তাতে বল ট্র্যাকিং দেখায়, সূক্ষ্ম ব্যবধানে সেটি লেগ স্টাম্পের ভেতরে পড়ে স্টাম্পে আঘাত করত। এতেই ধর্মসেনার সিদ্ধান্ত বদলে যায়। তবে রুট ও ইংল্যান্ড দল এই আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে বিবিসিকে মাইকেল ভন বলেন, “আমি বলছি না কেউ প্রতারণা করছে। যে সিদ্ধান্তের সঙ্গে আমরা সবাই দ্বিমত পোষণ করছি, সেটি নেওয়ার পর আমি শুধু উত্তর দেওয়ার চেষ্টা করছি। হক-আইয়ের ওই ব্যক্তি যদি ক্যামেরার সামনে থাকেন, তবে সব ফিসফাস বন্ধ হয়ে যাবে। প্রথমত, আমি ক্রিকেটেপ্রযুক্তি পছন্দ করি। তার মানে এই না, সুযোগ থাকার পরও আমরা উন্নতির সুযোগ নেব না।”

ডিআরএস নিয়ে খেলোয়াড় এবং দর্শকদের মাঝে একটা অবিশ্বাস কাজ করে, সেটা দূর করার উপায়ও বাতলে দিয়েছেন ভন, “সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে, সেখানে (ডিআরএস কক্ষে) একটা ক্যামেরা আর মাইক্রোফোন থাকুক, যাতে আমরা সবাই জানি কী হচ্ছে। আর একজন আইসিসি কর্মকর্তা যদি থাকেন, তাহলে আমরা জানব যে স্বচ্ছতাও আছে। ফুটবল ও রাগবিতে প্রযুক্তি একদম ঠিকঠাক নয়, তবে এ ক্ষেত্রে তারা ক্রিকেটের চেয়ে ভালোভাবে সামলায়। দায়বদ্ধতা ও স্বচ্ছতা বেশি। সিদ্ধান্ত নেওয়াটা আমরা দেখতে পারি।”

মন্তব্য করুন: