রোমাঞ্চ ছড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

২৬ ফেব্রুয়ারি ২০২৪

রোমাঞ্চ ছড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত। রাঁচিতে সোমবার রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে স্বাগতিকরা  ৫ উইকেটের ব্যবধানে জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতীয় দলকে টেনে তোলেন দুই তরুণ ধ্রুব জুরেল আর শুভমান গিল। তাদের অবিচ্ছিন্ন ৭২ রানের ৬ষ্ঠ উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

প্রথম ইনিংসে ৩৪৫ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৫ রানে অল-আউট হলে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৯২ রানের। এই রান তাড়ায় গত রোববার ম্যাচের তৃতীয় দিনে বিনা উইকেটে ৪০ রান তুলে ফেলেছিল ভারত। যে কারণে সবাই ভেবেছিল, ম্যাচের চতুর্থ দিনে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে স্বাগতিকরা। কিন্তু নিরুত্তাপ এই টেস্ট ম্যাচও চতুর্থ দিনের জন্য রোমাঞ্চ জমিয়ে রেখেছিল। একপর্যায়ে ইংল্যান্ডের জয়ও অসম্ভব মনে হচ্ছিল না।

এদিন ভারতের ওপেনিং জুটি ভাঙে ৮৪ রানে। এরপরই আচমকা ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। বল হতে জ্বলে ওঠেন তিন উইকেট শিকারী শোয়েব বশির। ৮৪ থেকে ১২০- এই ৩৬ রানের মাঝেই পাঁচ ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন। ওপেনার শুভমান গিল একপ্রান্ত আগলে ছিলেন। রজত পাতিদার (০), রবীন্দ্র জাদেজা (৪), সরফরাজ খান (০) কেউই হাল ধরতে পারেননি। শেষমেষ শুভমানের সঙ্গী হন ধ্রুব জুরেল। দুজনে ৬ষ্ঠ উইকেটে দারুণ জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শুভমান ১২৪ বলে ৫২ আর ধ্রুব ৭৭ বলে ৩৯ রানে অপারজিত থাকেন

মন্তব্য করুন: