কোহলির ওপর রাগ কমেনি রোহিতের

২৬ ফেব্রুয়ারি ২০২৪

কোহলির ওপর রাগ কমেনি রোহিতের

বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে নেই বিরাট কোহলি। যদিও তারুণ্যনির্ভর ভারতীয় দলের কাছেই ইংল্যান্ড মুখ থুবড়ে পড়েছে, তবু কোহলির এই ছুটি নেওয়া যেন মানতেই পারছেন না অধিনায়ক রোহিত শর্মা।

সোমবার রাঁচি টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে সিনিয়র ক্রিকেটারদের না খেলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রোহিত, “দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না থাকা খুব একটা ভালো বিষয় নয়। কারণ, দীর্ঘ দিন ধরে খেলে তারা একটা জায়গা তৈরি করেছে। তাদের জুতায় অন্য কারও পা গলানো সহজ নয়। দলের ভেতর থেকে না হলেও বাইরে থেকে নতুন কারও ওপর চাপ থাকেই।”

কোহলির নাম উচ্চারণ না করলেও রোহিতের কথায় স্পষ্ট যে, তিনি কার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন রোহিত, “তরুণরা জানে তাদের কী করতে হবে। তারা সবাই ঘরোয়া ক্রিকেট খেলে তৈরি হয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে বেশি সমস্যা হয় না। আমার আর রাহুল (দ্রাবিড়) ভাইয়ের কাজ হলো, দলের চাওয়াটা ওদের বুঝিয়ে দেওয়া।”

ধ্রুব জুরেলের প্রশংসা করে রোহিত বলেন, “দুই ইনিংসেই ধ্রুব যেভাবে ব্যাট করেছে, তাতে প্রমাণিত হয়েছে যে তার প্রতিভা আছে। প্রথম ইনিংসে ও ৯০ রান না করলে আমরা সমস্যায় পড়তাম। ওর জন্যই আমরা ম্যাচে ছিলাম। তরুণরা প্রস্তুত হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে এজন্য পরিশ্রম করে যেতে হবে। বর্তমান সময়ে ভারতে এত ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে, যা খুবই আনন্দের।”

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ভারত। আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। ওই ম্যাচটি নিয়মরক্ষার হলেও জয় ছাড়া কিছু ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত, “আমরা যখনই টেস্ট খেলতে নামি জয়ের জন্যই খেলি। দলকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি নিশ্চিত পঞ্চম টেস্টও আমরা জিতব।”

মন্তব্য করুন: