রাঁচির পিচে ব্যাটিং করা অবিশ্বাস্যরকম কঠিন ছিল : বেন স্টোকস

২৬ ফেব্রুয়ারি ২০২৪

রাঁচির পিচে ব্যাটিং করা অবিশ্বাস্যরকম কঠিন ছিল : বেন স্টোকস

টানা তিন ম্যাচ হেরে ভারতের কাছে সিরিজ খুঁইয়েছে ইংল্যান্ড। ভারতের মাটিতে তাদের বাজবল ঘরানা কোনো কাজে দেয়নি। তাই বেন স্টোকসদের সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়াটাকেও ফ্লুক বলছেন অনেকে। এবার রাঁচি টেস্টে ৫ উইকেটে হারের পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বললেন, এমন উইকেটে ভারতীয় স্পিনারদের সামলানো ভীষণ কঠিন ছিল।

জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৩ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে! তাদের সবকটি উইকেটই নেন স্পিনাররা। টার্গেট তাড়ায় নেমে ভারতও ভালো শুরুর পর ৩৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল। পরে শুভমান গিল আর ধ্রুব জুরেলের জুটিতে স্বাগতিকরা জয়ের বন্দরে পৌঁছে যায়। এমন হারের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলছেন অনেকেই। তবে স্টোকস দায় দিচ্ছেন উইকেটের।

সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন, আমার মনে হয়, অনেকটা সময় আমরা ভালো অবস্থায় ছিলাম। গতকাল যখন আমরা ব্যাটিং করছিলাম, অসম্ভব বলতে চাই না, কারণ আমি মনে করি না কোনো কিছু অসম্ভব, তবে গতকাল ওইরকম কন্ডিশনে অশ্বিন, জাদেজা ও কুলদিপের বিপক্ষে ব্যাটিং করা অবিশ্বাস্যরকম কঠিন ছিল। আমার মনে হয়, গতকাল ভারতীয় স্পিনাররা যেভাবে বোলিং করেছে, তাতে আমাদের পক্ষে রান করা এমনকি স্ট্রাইক বদল করাও বেশ কঠিন হয়ে গিয়েছিল। ক্রিকেট স্কিলের বিপক্ষে স্কিলের খেলা, তাই না? এই জায়গায় তাদের স্কিল আমাদের চেয়ে ভালো ছিল।

মন্তব্য করুন: