নিশাম ঝড়ে রংপুরের বড় সংগ্রহ
২৬ ফেব্রুয়ারি ২০২৪
১৯ ওভারের খেলা শেষে ৭১ রানে অপরাজিত ছিলেন রংপুর রাইডার্সের জিমি নিশাম। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুশফিক হাসানের করা শেষ ওভারে এই অল-রাউন্ডার যে ঝড় তুলেছিলেন তাতে করে এবারের বিপিএলের চতুর্থ সেঞ্চুরি প্রায় করে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। আর ফাইনালে ওঠার লড়াইয়ে কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে পঞ্চম ওভারেই ব্যাটিংয়ে আসেন নিশাম। অপর প্রান্তের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিউ জিল্যান্ডের এই অল-রাউন্ডার এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন।
সপ্তম উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৫৩ রানের জুটিতে কুমিল্লা বোলারদের ওপর ঝড়ের শুরুটা করেন নিশাম। মুশফিকের শেষ ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৮ রান তুলে নেন। ৪৯ বলে ৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন নিশাম।
মন্তব্য করুন: