‘ডাক’ মারার পরিসংখ্যানে মাশরাফিকে ছুঁলেন সৌম্য
২৬ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি দশম আসরে সৌম্য সরকারের পারফরম্যান্স একেবারে খারাপ বলার সুযোগ নেই। ১৩ ইনিংস ব্যাট করে ২১.৮১ গড়ে ২৪০ রান করেছেন, স্ট্রাইকরেট ১২৮.৩৪, যাতে অপরাজিত ৭৫ রানের বিধ্বংসী ইনিংসও আছে। সেই সৌম্য এবার নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য। পুরো আসরে ৪ নম্বরে ব্যাট করা সৌম্য এদিন মানিয়ে নিতে পারেননি। শুভাগত হোমের ২ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। বিপিএলের সব আসর মিলিয়ে এটা তার ১১ নম্বর ‘ডাক’। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে শূন্য রানে আউট হওয়ার তালিকায় যা যুগ্মভাবে দ্বিতীয়।
সৌম্যর আগেই ১১টি ‘ডাক’ মেরে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি স্বীকৃত ব্যাটার নন। সৌম্য স্বীকৃত ব্যাটার হয়ে তার পাশে বসলেন। এই বিব্রতকর রেকর্ডের শীর্ষে আছেন আরেকজন স্বীকৃত ব্যাটার এনামুল হক বিজয়। এই ওপেনার মোট ১৩টি ‘ডাক’ মেরেছেন। তৃতীয় স্থানটিও জাতীয় দলের সাবেক একজন ওপেনার ইমরুল কায়েসের। তিনি ১০টি ‘ডাক’ মেরেছেন।
মন্তব্য করুন: