লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা

২৬ ফেব্রুয়ারি ২০২৪

লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা

ফাইনালে ওঠার দৌড়ে লিগ পর্বের শীর্ষ দুই দলের লড়াইটা যেমনটা হওয়ার কথা ছিল হয়েছেও ঠিক তেমন। কিন্তু রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার রান উৎসবের ম্যাচে শেষ হাসিটা হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের জোড়া ফিফটিতে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে কুমিল্লা।

সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে জিমি নিশামের তাণ্ডবে কুমিল্লার সামনে ১৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় রংপুর। জবাবে প্রথম বলে সুনিল নারাইনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে লিটন ও হৃদয়ের ১৪৩ রানের জুটিতে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় কুমিল্লা।

ম্যাচজয়ী এই জুটির পথে ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকার সবার উপরে উঠে আসেন হৃদয়। অপর প্রান্তে থাকা লিটন ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় আসরে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন।

হৃদয়কে (৬৪) ফিরিয়ে দারুণ খেলতে থাকা জুটি ভাঙেন আবু হায়দার রনি। জনসন চার্লসও ফেরেন দ্রুতই। বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে লিটন ফেরেন ৮৩ রান করে। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের টপ-অর্ডার। ২৭ রানের মধ্যেই শুরুর তিন ব্যাটার সাজঘরে ফিরলে দারুণ চাপে পড়ে লিগ পর্বের শীর্ষ দলটি। এদিন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান।

চতুর্থ উইকেটে শেখ মাহেদী হাসানকে (২২) নিয়ে নিশাম প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশি দূর এগোয়নি। এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা নিকোলাস পুরানও (১৪) ফেরেন দ্রুতই। সপ্তম উইকেটে নিশাম ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৫৩ রানের জুটি গড়লেও বড় সংগ্রহ থেকে বেশ দূরেই ছিল তারা। কিন্তু মুশফিক হাসানের শেষ ওভারে তাণ্ডব চালিয়ে ৩ ছক্কা ও ২ চারে তোলেন ২৮ রান তোলেন নিশাম। ৪৯ বলে ৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।

এদিন কুমিল্লার হয়ে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রোহান উদ্দৌলা বর্ষণের। ৩ ওভারে ২১ রানে তিনি নেন ১ উইকেট। অন্যদিকে, ৪ ওভারে ৭২ রান দিয়ে ১ উইকেট নেন মুশফিক।

মন্তব্য করুন: